পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউনে মদ খেতে বাধা দেওয়ায় স্বামীর মারধর, অভিমানে সন্তানকে খুন করে আত্মঘাতী যুবতি ? - লকডাউন

কোরোনা আতঙ্কে লকডাউনের সময় মদ খেতে বাধা দিয়েছিলেন স্বামীকে । ফলস্বরূপ মারধর খেতে হয় স্বামীর কাছে । তাই অভিমানে দু'বছরের ছেলেকে খুন করে আত্মঘাতী হলেন যুবতি ।

Representative Image
ছবিটি প্রতীকী

By

Published : Apr 3, 2020, 3:14 PM IST

নন্দীগ্রাম, 3 এপ্রিল : লকডাউন অমান্য করে মদের আসরে যাচ্ছিল স্বামী । তাতেই বাধা দিয়েছিলেন । শুরু হয় অশান্তি । মারধর করে স্বামী । পরেরদিন ঘর থেকে উদ্ধার হল যুবতির ঝুলন্ত দেহ । তাদের দু'বছরের সন্তানকেও মৃত অবস্থায় ঘর থেকে উদ্ধার করা হয় । নন্দীগ্রাম থানার আমদাবাদের বাড়িমাল গ্রামের ঘটনা ।

সাড়ে তিন বছর আগে খেজুরির জাহানাবাদ গ্রামের বাসিন্দা অর্চনার(22) সঙ্গে বিয়ে হয় ওই এলাকারই নন্দদুলাল পাখিরার সঙ্গে । পেশায় শ্রমিক নন্দদুলাল । তাদের দু'বছরের একটি ছেলে রয়েছে । অভিযোগ, কাজের শেষে প্রতিদিনই মদ পান করে বাড়ি ফিরত সে । গতকালও কাজের পরে মদ খেতে যাচ্ছিল । সেইসময় লকডাউন ও কোরোনা আতঙ্কে বাড়ি থেকে বেরোতে নন্দদুলালকে নিষেধ করেন অর্চনা । তখনই দু'জনের মধ্যে অশান্তি শুরু হয় । স্থানীয় সূত্রে খবর, গত তিনদিন ধরে এই একই বিষয়ে স্বামী-স্ত্রী মধ্যে অশান্তি চলছিল । গতকাল দু'জনের মধ্যে অশান্তি চরমে পৌঁছায় । অর্চনাকে মারধর করে নন্দদুলাল । অশান্তির কারণে গতকাল দু'জনে আলাদা আলাদা ঘরে ঘুমোতে যায় ।

আজ সকালে নন্দদুলাল ঘরের বাইরে থেকে ডাকাডাকি করে সাড়া পায় না অর্চনার । ঘরের জানালা দিয়ে উঁকিঝুকি মারতে দেখে, ভিতরে পাখার সঙ্গে শাড়ির ফাঁস লাগানো অবস্থায় অর্চনার দেহ ঝুলছে । আর মাটিতে শোয়ানো রয়েছে ছেলে রোহিত পাখিরার দেহ । নন্দদুলালের চিৎকারে পরিবারের অন্যান্যরা ছুটে আসে । খবর দেয় নন্দীগ্রাম থানায় । পুলিশ এসে দরজা ভেঙে মৃতদেহ দুটিকে উদ্ধার করে । দেহদুটিকে ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ।

নন্দীগ্রাম থানার OC অজিতকুমার ঝাঁ জানান, আমদাবাদ থেকে এক যুবতির ঝুলন্ত দেহ ও শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছে । ঘটনায় এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি । আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে । শিশুর গলায় আঙুলের ছাপ রয়েছে । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তাকে গলা টিপে খুন করা হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট এলে আসল ঘটনাটি জানা যাবে ।

ABOUT THE AUTHOR

...view details