দিঘা, ১০ ফেব্রুয়ারি : জুনপুটে দহসোনামুই সমুদ্রের তীরে ফের ডলফিনের মৃতদেহ উদ্ধার হল। অন্যদিকে আজ ওল্ড দিঘার সমুদ্র সৈকতে একটি কচ্ছপের দেহ উদ্ধার হয়েছে। কচ্ছপটির ওজন প্রায় ৪০ কেজি। বেশ কয়েকদিন ধরেই সমুদ্র সৈকতে পড়েছিল কচ্ছপের দেহটি। বন্যপ্রাণ বিভাগকে বারবার খবর দিলেও তারা আসেনি বলে অভিযোগ।
জুনপুটে ফের মিলল ডলফিনের দেহ, শুরু তদন্ত - junpu
জুনপুটে দহসোনামুই সমুদ্রের তীরে ফের ডলফিনের মৃতদেহ উদ্ধার।
মৃত ডলফিন
জুনপুট কোস্টাল থানার পুলিশ এলাকার বাসিন্দাদের সাহায্যে মৃত ডলফিনটিকে সমুদ্র সৈকত থেকে সরিয়ে নিয়ে যায়। কয়েকদিন আগেও ওই জায়গায় দুটি ডলফিনের দেহ উদ্ধার হয়েছিল। এই এলাকায় কেন বার বার মৃত ডলফিনের দেহ পাওয়া যাচ্ছে তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ ও বন্যপ্রাণ বিভাগের আধিকারিকরা