পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dead Body Recovered দিঘার সমুদ্রে উদ্ধার অজ্ঞাতপরিচয় এক যুবকের দেহ, তদন্তে পুলিশ - Kanthi Mahakuma Hospital

সমুদ্র সৈকত দিঘায় এক পচাগলা যুবকের মৃতদেহ (Youth Dead Body Recovered) উদ্ধার হল (Dead Body Recovered in Digha Purba Medinipur)। মৃতদেহ উদ্ধারকে ঘিরে একাধিক রহস্যের দানা বেঁধেছে। যদিও পুলিশের প্রাথমিক অনুমান দেহটি কোনও মৎস্যজীবীর।

ETV Bharat
Dead Body Recovered

By

Published : Aug 30, 2022, 9:25 PM IST

দিঘা, 30 অগস্ট: দিঘা সমুদ্রে ভেসে এল এক অজ্ঞাত পরিচয় মৃতদেহ (Dead Body Recovered) ৷ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে দিঘা পুলিশের তরফে (Digha Police) ৷ পুলিশের প্রাথমিক অনুমান দেহটি কোনও মৎস্যজীবীর ৷

পুলিশ সূত্রের খবর, গত সাত দিনের মধ্যে কোথাও মৎস্যজীবীর নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের হয়নি। তাই দেহ উদ্ধারের বিষয়টি যথেষ্ট ভাবাচ্ছে তদন্তকারীদের। অন্যত্র কাউকে খুন করে দিঘা সমুদ্রে ফেলে যাওয়ার তত্ত্বও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারী অফিসাররা ৷ জেলা পুলিশের পাশাপাশি দিঘা থানার পুলিশও পরিচয় উদ্ধার করতে তদন্ত শুরু করেছে ।

মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে (Kanthi Mahakuma Hospital) পাঠানো হয়েছে দিঘা পুলিশের তরফে ৷ সূত্রের খবর, মঙ্গলবার সকালে দিঘার জগন্নাথ ঘাট সংলগ্ন এলাকায় এক যুবকের পচা-গলা দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপর দিঘা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ওই দেহ উদ্ধার করে। মৃত যুবকের বয়স আনুমানিক 40-45 বছর।

দিঘা সমুদ্র থেকে উদ্ধার এক যুবকের অজ্ঞাত দেহ, তদন্তে পুলিশ

আরও পড়ুন:পাঁচলায় বাস দুর্ঘটনায় মৃত 4, আহত 6

পরিচয় উদ্ধার করতে জেলা পুলিশ একাধিক থানায় ছবি পাঠানো শুরু করেছে ৷ দিঘা থানার ওসি বুদ্ধদেব মাল বলেন, "মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।" প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এক বাসিন্দা বলেন, "আমরা সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলাম। দেখলাম দেহটি পড়ে রয়েছে ৷ পুলিশ ও নুলিয়ারা বিষয়টি খতিয়ে দেখছে ৷"

ABOUT THE AUTHOR

...view details