পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার শ্মশানের বিশ্রামাগারে - IC

তিন দিন নিখোঁজ থাকার পর বাড়ির অদূরে শ্মশানের বিশ্রামাগারে ব্যক্তির মৃতদেহ উদ্ধার । পরিবারের অভিযোগ তাঁকে খুন করা হয়েছে । তদন্তে কাঁথি থানার পুলিশ ।

contai
শ্মশানের বিশ্রামাগারে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার

By

Published : Jun 11, 2020, 11:01 AM IST

কাঁথি ,11জুন : সোমবার থেকে নিখোঁজ ছিলেন বিমল ঘোড়াই (40) ৷ পরিবার সূত্র থেকে জানা যায় , পারিবারিক অশান্তির কারণে বাড়ি থেকে বেরিয়ে গেছিলেন । তবে , পরিবারের পক্ষ থেকে সেই সময় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি ৷ গতকাল সকালে বাড়ির অদূরে একটি শ্মশানের বিশ্রামাগারে তার মৃতদেহ দেখতে পাওয়া যায় । কাঁথি থানায় খবর দিলে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে । দেহটি ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে । কেউ বা কারা তাকে খুন করেছে , এই অভিযোগে মৃতের পরিবার কাঁথি থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন ।

মৃত বিমল ভাইয়ের ছেলে শিবম ঘোড়াই বলেন," তিন দিন থেকে আমার কাকা নিখোঁজ ছিলেন । আজ শ্মশানের পাশে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখতে পাওয়া যায় । পুলিশ গিয়ে তাঁর মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে । আমাদের দাবি, কাকাকে খুন করা হয়েছে । আমরা লিখিত অভিযোগ দায়ের করি কাঁথি থানায় । অপরদিকে মৃত বিমল ঘোড়াইয়ের শ্বশুর উত্তম কুমার মণ্ডল বলেন, "আমার জামাই তিন দিন ধরে নিখোঁজ ছিলেন । আজ তাঁর বাড়ির কাছে একটি শ্মশানের বিশ্রামাগার থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ । আমার দাবি, কেউ বা কারা আমার জামাইকে খুন করেছে । আমরা চাই পুলিশ সঠিক তদন্ত করে দোষীদের শাস্তি দিক ।"

কাঁথি থানার IC সুনয়ন বসু বলেন," ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে ৷ ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে তা পাঠানো হয়েছে । তবে খুন না অন্য কিছু তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে ।"

ABOUT THE AUTHOR

...view details