পটাশপুর (পূর্ব মেদিনীপুর), 23 নভেম্বর: নিখোঁজ বিজেপি কর্মীর পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 নম্বর ব্লকের রামচন্দ্রপুর ব্রিজ সংলগ্ন খড়ি জঙ্গলে (Dead Body Found at Patashpur)। মৃতের নাম বিকাশ দে (20) ৷ মৃত যুবকের বাড়ি এগরা থানা এলাকার কৈথোড় গ্রামে ।
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত 16 নভেম্বর রাতে বন্ধুদের সঙ্গে স্থানীয় এলাকায় রাস মেলা দেখতে বেরিয়েছিলেন বিকাশ দে । তারপর আর বাড়ি ফেরেনি ৷ রাত পেরিয়ে গেলেও বিকাশ বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ করেন । বিভিন্ন জায়গায় খোঁজখবর নেওয়ার পর কোথাও না পেয়ে শেষে এগরা থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফ থেকে । এর কিছুদিন পরই আজ রহস্যজনকভাবে ওই বিজেপি কর্মীর দেহ পড়ে থাকতে দেখা যায় পটাশপুর 2 নম্বর ব্লকের রামচন্দ্রপুর ব্রিজ সংলগ্ন খড়ি জঙ্গলের ভেতরে ৷ স্থানীয়রাই খবর দেন পুলিশকে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পটাশপুর (Patashpur) থানার পুলিশ । এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঁথি মহাকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয় । বিজেপি কর্মীর এই মৃত্যুর কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে ।