পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মর্গে মা, উচ্চমাধ্যমিক দিল মেয়ে

উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় দুর্ঘটনায় মৃত্যু হল মায়ের। কিন্তু তারপরেও কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিল মেয়ে।

By

Published : Mar 5, 2019, 10:50 PM IST

hs

কাঁথি, ৫ মার্চ : উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় দুর্ঘটনায় মৃত্যু হল মায়ের। কিন্তু তারপরেও কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিল মেয়ে। ঘটনাটি কাঁথির।

সাত মাইল হাইস্কুলের উচ্চমাধ্যমিকের ছাত্রী জুখি পাত্রর কাঁথি হিন্দু বালিকা বিদ্যালয়ে উচ্চমাধ্যমিকের সিট পড়েছিল। আজ ছিল অঙ্ক পরীক্ষা। জুখি তাঁর বাবা ও মায়ের সঙ্গে মোটরবাইকে চেপে পশ্চিম মানিকপুর থেকে কাঁথির পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিল। কাঁথির একটি রেল ক্রসিংয়ের কাছে রাস্তার গর্তে মোটরবাইকের চাকা আটকে গেলে রাস্তায় ছিটকে পড়েন জুখি ও তার মা। বাবা বিদ্যুৎ পাত্র স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় একটি অটোতে চেপে জুখিকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন। স্থানীয় বাসিন্দারা জুখির মা ঝরনা পাত্র (৪২)- কে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে কিছুক্ষণ পর ঝরনার মৃত্যু হয়।

বিদ্যুৎবাবু বলেন, "আজ সকালে স্ত্রী ও মেয়েকে নিয়ে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সময় বৃষ্টি হচ্ছিল। রাস্তাও খারাপ ছিল। গর্তে মোটরবাইকের চাকা পড়ে যাওয়ার ছিটকে পড়ি সবাই। সামান্য আঘাতও পাই। আমার মাথায় হেলমেট থাকার জন্য সামান্য আঘাত লাগে। প্রাথমিক চিকিত্সার পর আমাকে ছেড়ে দেয় ডাক্তার। "

ABOUT THE AUTHOR

...view details