দিঘা, 7 নভেম্বর : ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল ৷ দিঘা , মন্দারমনি, তাজপুর সহ উপকূলবর্তী অঞ্চলে ঘূর্ণিঝড় বুলবুল আছড়ে পড়তে পারে । আগাম সতর্কতা মূলক ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসন । আজ সকাল থেকেই মাইকে ঘোষণা করা হচ্ছে ৷ পর্যটকদের উদ্দেশ্য বলা হচ্ছে তাঁরা যেন সমুদ্রে না নামেন ।
সমুদ্রে নামা নিষেধ করা হয়েছে । এমন কী মৎসজীবীদের মাছ ধরতে যেতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ যাঁরা গভীর সমুদ্রে মাছ ধরতে গেছেন তাঁরা যেন তাড়াতাড়ি ফিরে আসেন ৷ এমন বার্তাও দেওয়া হয়েছে প্রশাসনের তরফে ৷ ওয়ারলেসের মাধ্যমে তাঁদের গভীর সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে । ওয়াচ টাওয়ার থেকেও চালানো হচ্ছে নজরদারি ।
ওড়িশা দিয়ে ধেয়ে আসতে পারে বুলবুল । এক পর্যটক পিয়ালি রায় বলেন, "আমরা গত দুই দিন থেকে দিঘাতে আছি ৷ কিন্তু আজ প্রশাসনের পক্ষ থেকে মাইকে ঘোষণা করা হচ্ছে ৷ একটু ভয় লাগছে । তাই আমরা ফিরে যাচ্ছি ।"
ভিডিয়োয় দেখুন বুলবুল নিয়ে দিঘায় সতর্কতা যদিও দিঘা সহ উপকূলের আবহাওয়া এখনও পর্যন্ত স্বাভাবিক রয়েছে । রামনগর 1 ব্লকের BDO আশিস রায় বলেন, "আমরা সমুদ্র উপকূল জুড়ে সতর্কতা জারি করেছি । উপকূলের থানার OC ও জনপ্রতিনিধিদের বলা হয়েছে আয়েলা সেন্টারগুলোকে প্রস্তুত রাখতে ৷ আজ বিকেলের দিকে প্রশাসনের কর্মকর্তারা এই বিষয়ে একটি মিটিং করবেন ।" অপরদিকে সমুদ্র বাঁধ মেরামতির জন্য উঠেপড়ে লেগেছে প্রশাসন । তাই সমুদ্র সৈকতে একের পর এক পাথর বোঝাই লরি নামাতে গিয়ে সৈকত নষ্ট হচ্ছে বলে অভিযোগ । একটি লরি সৈকতের বালিতে আটকে যাওয়ার কারণে গাড়িটি কে তড়িঘড়ি তুলতে গিয়ে ক্রেন নামানো হয়েছে । তাতে আরো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সৈকত । সকালের জোয়ারের আগে গাড়িটি তোলার চেষ্টা চালাচ্ছে ক্রেন ।