মহিষাদল ও কাঁথি, 10 অগস্ট: কেন্দ্রে বিজেপি বিরোধী জোট হলেও পঞ্চায়েতে রাম-বাম মিলেমিশে বোর্ড গড়ল ৷ এমন ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরে ৷ জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ায় অন্যতম সদস্য কংগ্রেস, তৃণমূল ও সিপিএম ৷ এদিকে, পঞ্চায়েতে ঠিক উলটোটা হল ৷ বাম সদস্যদের সমর্থনে বিজেপি পঞ্চায়েতে বোর্ড গঠন করল পূর্ব মেদিনীপুরের মহিষাদল অমৃত বেড়িয়া গ্রাম পঞ্চায়েতে ৷ এ নিয়ে প্রশ্ন করতেই মারমুখী হলেন বিজেপি নেতা রঘুনাথ পন্ডা ৷ অন্যদিকে, একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েও গোষ্ঠী কোন্দলের জেরে বোর্ড গঠন করতে নির্দল ও বিজেপির সমর্থন নিতে হল তৃণমূলকে ৷
বুধবার পূর্ব মেদিনীপুরে মহিষাদল অমৃত বেড়িয়া গ্রামপঞ্চায়েতের বোর্ড গঠন করা হয় ৷ এই গ্রামপঞ্চায়েতের আসন সংখ্যা 18 ৷ এর মধ্যে বিজেপি পেয়েছে 8টি ৷ তৃণমূলের দখলেও 8টি ৷ বাকি দু'টি আসনে জয়ী হয়েছে সিপিএম ৷ বোর্ড গঠিত হলে দেখা যায়, একজন সিপিএম প্রার্থী বিজেপিকে সমর্থন করেছেন ৷ আরেক বামপ্রার্থী ভোটদানে বিরত থেকেছেন ৷ ফলে বিজেপির মোট আসন সংখ্যা 10টি হয় ৷ পঞ্চায়েত বোর্ড গঠন করে বিজেপি ৷ প্রধান হলেন শুভ্রা পন্ডা ৷
আরও পড়ুন: বোর্ড গঠনের আগেই গ্রাম পঞ্চায়েত দফতরে বোমাবাজি, উত্তপ্ত কালিয়াগঞ্জ
কেন্দ্রে বিজেপি সরকারকে পরাজিত করতে 26টি বিরোধী দল ঐক্যবদ্ধ হয়ে ইন্ডিয়া তৈরি করেছে ৷ সেখানে কীভাবে বামফ্রন্টের সমর্থন নিয়ে বিজেপি বোর্ড গঠন করা হল ? এই প্রশ্ন তুলতেই কার্যত মারমুখী হয়ে উঠলেন স্থানীয় বিজেপি নেতা রঘুনাথ পন্ডা ৷ বচসায় জড়িয়ে পড়লেন সাংবাদিকদের সঙ্গে ৷ এমনকী সাংবাদিকদের ধাক্কা মারার অভিযোগ উঠেছে বিজেপির কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ৷