চণ্ডীপুর, 17 এপ্রিল : করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল পূর্ব মেদিনীপুর জেলার সিপিআইএম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য নির্মল জানার। আজ দুপুরে মৃত্য়ু হয় তাঁর ৷
চলতি বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভার সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখার্জির হয়ে বেশ কয়েকটি এলাকার দায়িত্বে ছিলেন নির্মল জানা। পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে বাড়িতেই ছিলেন। সেসময় অসুস্থ হয়ে পড়েন ৷ অসুস্থ অবস্থায় তাঁকে বাড়িতেই চিকিৎসা করা হয় ।
আরও পড়ুন-করোনা সংক্রমণ বাগে আনতে ‘‘প্রতীকী’’ কুম্ভমেলা পালনের আবেদন প্রধানমন্ত্রীর
গতকাল তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে ৷ তারপর তাঁকে চণ্ডীপুর করোনা হাসপাতালে ভর্তি করা হয় । আজ বেলা এগারোটা নাগাদ চণ্ডীপুর করোনা হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর খবর পেয়ে তাঁর বাড়িতে যান সিপিএম এর জেলা সম্পাদক নিরঞ্জন সিহি, সিপিআইএম নেতা হিমাংশু দাস সহ আরও অনেকে ।
সিপিএমের জেলা সম্পাদক নিরঞ্জন সিহি বলেন, "নন্দীগ্রামের বিরুলিয়ার বাসিন্দা নির্মল জানা দীর্ঘদিন ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। পরে, পূর্ব মেদিনীপুর সিপিএম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য নির্বাচিত হন। একুশের নির্বাচনে বামেদের তরুণ মুখ নন্দীগ্রামের প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ের নির্বাচনী কাজের সঙ্গে যুক্ত ছিলেন । "