পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

খেজুরিতে দেবকুমারের খুনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বাম-কংগ্রেসের - বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী

খেজুরিতে গত 4 তারিখ দেবকুমার ভুঁইঞা খুন হওয়ার ঘটনার প্রতিবাদে আজ হেড়িয়াতে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করল রাজ্যের বিরোধী দল বাম ও কংগ্রেস ৷ মিছিলে উপস্থিত ছিলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী, কংগ্রেস নেতা আবদুল মান্নান সহ বহু নেতৃত্ব ৷

Protest
বিক্ষোভ মিছিল বাম-কংগ্রেস নেতৃত্ব

By

Published : Jul 9, 2020, 1:34 PM IST

Updated : Jul 9, 2020, 4:57 PM IST

খেজুরি, 9 জুলাই : খেজুরিতে দেবকুমার ভুঁইঞার খুনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে পথে নামলেন বাম ও কংগ্রেস নেতৃত্ব ৷ মিছিলে উপস্থিত ছিলেন সুজন চক্রবর্তী, আবদুল মান্নান-সহ আরও অনেক রাজনৈতিক নেতৃত্ব ৷ প্রতিবাদ মিছিল শেষে তারা হেড়িয়া থানায় ডেপুটেশন জমা দেন ৷

চলতি মাসের চার তারিখ খেজুরি থানার বারাতলা গ্রামের বাসিন্দা CPI(M) কর্মী দেবকুমার ভুঁইঞা খুন হন ৷ অভিযোগের তীর ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ এই ঘটনার প্রতিবাদেই রাজ্য সরকারের বিরোধিতায় বিক্ষোভ মিছিলের আয়োজন করেন বিরোধী দল বাম ও কংগ্রেস ৷

মিছিল শুরুর আগে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‘কী অপরাধে দেবকুমার ভুঁইঞাকে খুন হতে হল? খুনের ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এমনকি সদ্য বিধবা স্ত্রী ও সন্তানের উপরও চাপ সৃষ্টি করা হচ্ছে ৷ বেআব্রু হয়ে গিয়েছে সরকার ৷ এই ঘটনা মেনে নেওয়া হবে না ৷ দেবকুমারের খুনের অপরাধীদের শাস্তি চাই, এই কারণেই আজ এই প্রতিবাদ মিছিল করা হবে ৷ একদিকে আমফানের দুর্নীতি চলছে, তার বিরোধীতা করলেই মারধর , খুন ৷ সাধারণ মানুষ এই ঘটনা বরদাস্ত করবে না ৷’’

সুজন চক্রবর্তীর বক্তব্য

তিনি জানান,আমরা আজ হেড়িয়াতে মিছিল করছি এবং এরপর ডেপুটেশন জমা দেওয়া হবে ৷ তবে মিছিলে যোগ দিতে আসা ব্যক্তিদের সর্বত্র বাধা দিচ্ছে পুলিশ ৷

Last Updated : Jul 9, 2020, 4:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details