কাঁথি, 30 জুলাই:সারদাকর্তা সুদীপ্ত সেনকে(Sudipta Sen)জেরা করার অনুমতি পেল রাজ্য পুলিশ ৷ কাঁথি পৌরসভার একটি মামলায় তাঁকে জেরা করার অনুমতি দিল কাঁথি মহকুমা আদালত ৷ পৌরসভার নথি উধাও ঘটনায় পৌরপ্রধান সুবল মান্নার অভিযোগের ভিত্তিতে পুলিশ নড়েচড়ে বসে(Sarada Scam) পুলিশ । কয়েকদিন আগে কাঁথি পৌরসভার প্রাক্তন ইঞ্জিনিয়ার দিলীপ চৌহানকে সারদার নথিপত্র চুরি ও পাচার করা অভিযোগে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ । অভিযোগ, তিনি অধিকারী পরিবারের ঘনিষ্ঠ তিনি ৷ এরপরই সারদাকর্তাকে জেরা করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয় পুলিশ ৷ অবশেষে মিলল সেই অনুমতি ৷
সারদা কর্তা সুদীপ্ত সেনকে প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে জেরা করার জন্য এদিন কাঁথি মহকুমা আদালতে আবেদন করে পুলিশ । প্রয়োজন হলে সুদীপ্ত সেনকে যাতে ওই সংশোধনাগার থেকে কাঁথিতে নিয়ে এসে জেরা করা যায় সেই আবেদনও আদালতে জানায় পুলিশ । আদালত সেই আবেদনের ভিত্তিতে সুদীপ্ত সেনকে জেরা করার অনুমোদন দিয়েছে পুলিশকে(Court allows Sudipta Sen to be questioned by Contai police in Sarada Scam) । বিচারক জানিয়েছেন, প্রথমে কাঁথি থেকে পুলিশ আধিকারিকরা প্রেসিডেন্সি জেলে গিয়ে সুদীপ্তকে জেরা করবেন ৷ কিন্তু সারদাকর্তার বক্তব্য থেকে যদি এমন কোনও তথ্য উঠে আসে যে তাঁকে কাঁথিতে নিয়ে আসা প্রয়োজন,তাহলে সেটাও করতে পারবে পুলিশ ৷