পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা আক্রান্তকে হাসপাতালে পৌঁছানোর পথে দুর্ঘটনা, মৃত 2

কোরোনা হাসপাতালে কোরোনা আক্রান্তদের পোঁছে দেওয়ার পথে দুর্ঘটনা অ্যাম্বুলেন্সের । পথ দুর্ঘটনায় মৃত্যু হল অ্যাম্বুলেন্স চালক এবং এক কোরোনা আক্রান্তের ।

road accident in east midnapore
পথ দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স

By

Published : Jun 15, 2020, 4:21 AM IST

কোলাঘাট, 14 জুন : কোরোনা আক্রান্ত রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়ার পথে দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স । রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটে । 6 নম্বর জাতীয় সড়কের মেছোগ্রামের নিকটে ঘটনা । ঘটনায় মৃত্যু হয়েছে অ্যাম্বুলেন্স চালক এবং এক কোরোনা আক্রান্তের । বছর 32-র মৃত যুবকের নাম রাজু মণ্ডল এবং বছর 36-র কোরোনা আক্রান্তের মৃত্যু হয় । চালক কোলাঘাটের পাইকপাড়া এলাকার বাসিন্দা ছিলেন । দুর্ঘটনায় মৃত কোরোনা আক্রান্তের বাড়ি বৈষ্ণবচক গ্রাম পঞ্চায়েত এলাকায় । ঘটনার তদন্ত শুরু করেছে পাঁশকুড়া থানার পুলিশ ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে কোলাঘাট ব্লকের দুই সংক্রমিত রোগীকে নিয়ে পাঁশকুড়ার কোরোনা হাসপাতালের উদ্দেশে রওনা দেয় অ্যাম্বুলেন্স চালক রাজু । কোলিশ্বর ও মেছোগ্রাম বাসস্ট্যান্ডের মাঝে 6 নম্বর জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে । গতি বেশি থাকায় ট্রাকের পেছনে ধাক্কা মারার ফলে অ্যাম্বুলেন্সের সামনের অংশ পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায় ।

স্থানীয় বাসিন্দাদের তরফে খবর পেয়ে ঘটনাস্থানে পাঁশকুড়া থানার পুলিশ পৌঁছায় । JCB মেশিন দিয়ে অ্যাম্বুলেন্সটিকে ট্রাকের ভেতর থেকে বের করে আনা হয় । রাজুকে উদ্ধার করে প্রথমে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে যাওয়া হয় । তারপরে অবস্থা সঙ্কটজনক হওয়ায় তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে ।

অপরদিকে কোলাঘাটের গোপালনগর ও বৈষ্ণবচক গ্রাম পঞ্চায়েতের দুই কোরোনা আক্রান্তের মাথায় ও বুকে গুরুতর চোট লাগে । তাঁদের বর্তমানে পাঁশকুড়ার কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে । চিকিৎসকরা জানান, কোরোনায় আক্রান্ত একজন হাসপাতালে মারা যান ।

পথ দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয় । সংক্রমিত রোগী থাকায় স্থানীয় বাসিন্দাদের দূরে সরিয়ে রেখে পুলিশের তরফে জাতীয় সড়কের একটি লেন পুরোপুরি বন্ধ করে দিয়ে উদ্ধার করা হয় আহতদের । চালকের দেহ ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ।

কোলাঘাট পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রাজ কুমার কুণ্ডু জানিয়েছেন, "এলাকার কোন অ্যাম্বুলেন্স চালকই বর্তমান পরিস্থিতিতে সংক্রমিত রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য রাজি হচ্ছিল না । রাজু যেভাবে এগিয়ে এসে এলাকার সমস্ত আক্রান্তদের হাসপাতালে পৌঁছে দিয়েছিল সেই অবদান কখনোই ভোলার নয় । কোরোনা যোদ্ধা রাজুর পথ দুর্ঘটনায় মৃত্যু আমাদের কাছে খুবই বেদনাদায়ক । প্রশাসনিকভাবে আমরা অ্যাম্বুলেন্স চালক মৃত রাজু মণ্ডলের পরিবারের পাশে সর্বতোভাবে দাঁড়ানোর চেষ্টা করব । "

পাঁশকুড়া থানার OC অজয় মিশ্র জানিয়েছেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । আহত কোরোনা আক্রান্ত বর্তমানে পাঁশকুড়া কোরোনা হাসপাতালে চিকিৎসাধীন । দুর্ঘটনাগ্রস্ত অ্যাম্বুলেন্সটিকে উদ্ধার করা হয়েছে । সেই সঙ্গে জাতীয় সড়কের পাশে বেআইনিভাবে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details