তমলুক, 15 মে : সারা দেশ বর্তমানে কোরোনায় জর্জরিত । মানুষকে বাঁচাতে ইতিমধ্যেই সরকারি তরফে একাধিক সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে । তা সত্ত্বেও দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা । পরিস্থিতি মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিক সহযোগিতার জন্য তহবিল তৈরি করেছেন । সেখানে রাজ্যের বহু সাধারণ মানুষ থেকে স্বেচ্ছাসেবী সংগঠনগুলি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন । এবার মুখ্যমন্ত্রীর আপৎকালীন তহবিলে 1 লাখ 10 হাজার টাকার আর্থিক সাহায্য করল শহিদ মাতঙ্গিনী ব্লকের ধলহরা খণ্ডগ্রাম সমবায় সমিতি ।
রেড জ়োনে থাকা পূর্ব মেদিনীপুর জেলায় প্রতিনিয়ত বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা । ইতিমধ্যেই সংক্রামিত হয়েছেন জেলার 51 জন বাসিন্দা । আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে তিন ব্যক্তির । সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 26 জন । এই পরিস্থিতিতে কোরোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর আপৎকালীন তহবিলে আর্থিক সাহায্যে এগিয়ে এল শহিদ মাতঙ্গিনী ব্লকের একটি সমবায় সমিতি । আজ ওই সমবায় সমিতির ডিরেক্টর হরিপদ মণ্ডল ও সম্পাদক সুদেব মাইতি শহিদ মাতঙ্গিনী ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুমন মণ্ডলের হাতে 1 লাখ 10 হাজার টাকার চেক তুলে দেন ।