তমলুক, 2 জুলাই:আগামী 8 জুলাই রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ৷ প্রচারপর্ব শেষ হতে হাতে আর দিন সাতেক সময় রয়েছে ৷ অর্থাৎ বর্তমানে প্রায় শেষ পর্যায়ের নির্বাচনী প্রচার চাচাচ্ছে রাজনৈতিক দলগুলি । এরই মাঝে তাঁর নিজের জেলা পূর্ব মেদিনীপুরের তমলুকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি প্রচারসভার অনুমতি পাওয়া নিয়ে শুরু হয়েছে প্রশাসনিক জটিলতা ৷
5 জুলাই তারিখে পূর্ব মেদনীপুর জেলার তমলুক থানার হোগলবেড়িয়া গ্রামে শুভেন্দু অধিকারীর একটি জনসভা নিয়ে জটিলতা তৈরি হয়েছে । পুলিশ অনুমতি না-দিলে হাইকোর্টে যাওয়ার হুমকি দিয়েছেন বিজেপি নেতারা। হোগলবেড়িয়া গ্রামের মাঠে আগামী 5 তারিখে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনসভা হওয়ার জন্য প্রায় প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে । অভিযোগ, বিজেপির তরফ থেকে মাঠের পারমিশন নেওয়া হয়েছিল । বাকি ছিল খালি পুলিশের অনুমতি ৷ সেই মর্মে সভার জন্য মাঠ তৈরির কাজও শুরু হয় ৷ অভিযোগ, সভামঞ্চ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে চলে এলেও পুলিশ এখনও অনুমতি দেয়নি ।