নন্দীগ্রাম, 12 অগস্ট: 2021 সালের বিধানসভা নির্বাচনে এককভাবে জয় পেয়েছিল তৃণমূল ৷ তারপর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে দিল্লির মসনদ থেকে ছুড়ে ফেলতে বিরোধী দলগুলিকে একছাতার তলায় নিয়ে এসে লড়াই করার আহ্বান জানিয়েছিলেন। পরে গঠিত হয় বিরোধীদের ইন্ডিয়া জোট। কিন্তু এখন তৃণমূলকেই পঞ্চায়েত নির্বাচনে বহু জায়গায় বিজেপিকে সঙ্গে নিয়ে বোর্ড গঠন করতে দেখা যাচ্ছে। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক গুঞ্জন।
এমনই ঘটনার সাক্ষী পূর্ব মেদিনীপুরের মহিষাদল ব্লকের নাটশাল 1 নম্বর পঞ্চায়েত। এখানে বিজেপির সমর্থন নিয়ে বোর্ড গড়েছে তৃণমূল। এমনকী তৃণমূলের সমর্থনে উপপ্রধান নির্বাচিত হয়েছেন বিজেপির জয়ী প্রার্থী ৷ এই পঞ্চায়েতের মোট আসন 15টি। বিজেপি পায় 7টি, তৃণমূল 7টি এবং আইএসএফ পায় 1টি আসন। ত্রিশঙ্কু হওয়ায় আইএসএফ বিজেপিকে সমর্থন করে। আবার বিজেপির এক সদস্য সমর্থন করেন তৃণমূলকে। এর ফলে 8টি ভোট পেয়ে প্রধান হন শিবপ্রসাদ বেরা। তৃণমূলের সমর্থন নিয়ে উপপ্রধান হন বিজেপির গীতারানি প্রধান। আর এই ফলপ্রকাশের পর তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সামান্য উত্তেজনারও সৃষ্টি হয়।