নন্দীগ্রামে 'ভাইপো চোর' দেওয়াল লিখন নন্দীগ্রাম, 1 জুন: তৃণমূল কংগ্রেসের নবজোয়ার যাত্রা নন্দীগ্রাম পৌঁছনোর আগেই 'ভাইপো চোর' দেওয়াল লিখনকে ঘিরে শুরু হল রাজনৈতিক চাপানউতোর । সাদা রং দিয়ে মুছে ফেলা হল সেই লেখা ।
গত পরশু পশ্চিম মেদিনীপুর থেকে নবজোয়ার যাত্রা শেষ করে পটাশপুর দিয়ে পূর্ব মেদিনীপুরে প্রবেশ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । সেই দিন পটাশপুর থেকে এগরা রামনগর হয়ে দক্ষিণ কাঁথিতে সেন্ট্রাল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় রাত্রিযাপন করেন তিনি । তার পরের দিন স্বাধীনতা সংগ্রামী বীরেন্দ্রনাথ শাসমলের জন্মভিটেতে তাঁর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান তিনি । এরপর রসুলপুর ফেরিঘাট দিয়ে ভেসেলে চেপে খেজুরি বিধানসভায় প্রবেশ করেন অভিষেক । সেখানে মৎস্যজীবীদের সঙ্গে বসে তাঁদের সুখ-দুঃখের কথা শোনেন এবং সমস্যার সমাধানের আশ্বাস দেন ।
তারপর খেজুরি বিধানসভার বোগায় পদযাত্রা করেন তিনি । সেখান থেকে চণ্ডীপুরে গিয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে অধিবেশন করেন । তারপর চণ্ডীপুর বিধানসভায় আজ দুপুরের পর চা চক্র করেন । এখান থেকে সোজা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের ধাক্কায় মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তৃণমূল সাংসদ । সেখান থেকে বেরিয়ে নন্দীগ্রামের উদ্দেশে তিনি পদযাত্রা শুরু করেন ।
তবে নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রা প্রবেশের আগেই এলাকা জুড়ে 'ভাইপো চোর' দেওয়াল লিখন দেখতে পাওয়া যায় । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চণ্ডীপুর অস্থায়ী তাঁবু থেকে কিছুটা দূরে মগরাজপুর 116 বি জাতীয় সড়কের উপর লেখা ছিল ভাইপো চোর । তবে শুধু এই জায়গাতেই নয়, নন্দীগ্রামে প্রবেশপথ হাসচড়াতেও রাজ্য সড়কের পিচ রাস্তার উপর একাধিক জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে এই কথা লেখা ছিল । তড়িঘড়ি সেই লেখা সাদা রং দিয়ে মুছে ফেলা হয় ।
নবজোয়ার যাত্রা নন্দীগ্রামে পৌঁছনোর আগে সেখানে একাধিক জায়গায় অভিষেককে উদ্দেশ্য করে কটূক্তি লেখা থাকায় এই নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে নন্দীগ্রামজুড়ে । তবে এই বিষয়ে তৃণমূলের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । যদিও এই নিয়ে অভিষেককে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি । বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সহ-সভাপতি অসীম মিশ্র বলেন, "তৃণমূল নেতাদের এখন বাংলার মানুষ চোর বলে ডাকে । আজকে সেই তৃণমূল দলের বড় নেতা এসেছেন । তাই মানুষ স্বতঃস্ফূর্তভাবে দেওয়ালে, রাস্তার উপর চোর বলে সম্বোধিত করছেন । এটা সাধারণ মানুষের ক্ষোভের প্রকাশ ৷"
আরও পড়ুন:নবজোয়ারে অভিষেকের নিরাপত্তায় কেন এত পুলিশ, প্রশ্ন তুললেন শুভেন্দু