পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Street Light Scam: কাঁথির পথবাতি কাণ্ডে গ্রেফতার অধিকারীদের ঘনিষ্ঠ ভরত প্রধান

পূর্ব মেদিনীপুরের কাঁথিতে পথবাতি বসানো নিয়ে দুর্নীতির (Street Light Scam) অভিযোগ ওঠে ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷ আগেই একজন গ্রেফতার হয়েছেন ৷ এবার আরও একজনকে গ্রেফতার করা হল ৷ ভরত প্রধান নামে ওই ব্যক্তি অধিকারী পরিবারের ঘনিষ্ঠ বলে খবর ৷

contai-police-arrest-adhikari-family-close-aide-in-street-light-scam
Street Light Scam: কাঁথির পথবাতি কাণ্ডে গ্রেফতার অধিকারীদের ঘনিষ্ঠ ভরত প্রধান

By

Published : Sep 20, 2022, 2:07 PM IST

Updated : Sep 20, 2022, 2:48 PM IST

কাঁথি (পূর্ব মেদিনীপুর), 20 সেপ্টেম্বর : পথবাতি বসানো নিয়ে দুর্নীতির (Street Light Scam) অভিযোগে ভরত প্রধান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল পূর্ব মেদিনীপুরের কাঁথি থানার পুলিশ (Contai Police) ৷ সোমবার রাতে তাঁকে কাঁথি থেকেই গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ৷

তবে এই গ্রেফতারি নিয়ে হইচই পড়ে গিয়েছে পূর্ব মেদিনীপুরের স্থানীয় রাজনীতিতে ৷ কারণ, এলাকায় ভরত প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) পরিবারের ঘনিষ্ঠ বলে পরিচিত ৷ ফলে এই ঘটনার পিছনে রাজনীতির কোনও যোগ রয়েছে কি না, তা নিয়ে সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে ৷

পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে, এই দুর্নীতির তদন্তে এর আগে দিলীপ চৌহান নামে একজনকে গ্রেফতার করা হয় ৷ তিনি কাঁথি পৌরসভার (Contai Municipality) ইঞ্জিনিয়ার ৷ আপাতত তিনি জেল হেফাজতে রয়েছেন ৷ তাঁকে জেরা করে এই দুর্নীতি নিয়ে অনেক তথ্য মিলেছে ৷ সেখান থেকেই ভরত প্রধানের নাম উঠে আসে ৷ সেই সব তথ্য প্রমাণের ভিত্তিতেই সোমবার রাতে কাঁথির কনকপুর গ্রাম থেকে ভরতকে গ্রেফতার করে পুলিশ ৷

Street Light Scam: কাঁথির পথবাতি কাণ্ডে গ্রেফতার অধিকারীদের ঘনিষ্ঠ ভরত প্রধান

মঙ্গলবার তাঁকে পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমা আদালতে (Contai Court) পেশ করা হয় ৷ পুলিশের তরফে তাঁকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে ৷ তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আদালতের নির্দেশ জানা যায়নি ৷

এদিকে স্থানীয় একটি সূত্র থেকে জানা গিয়েছে যে ভরতকে এলাকায় লোক শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর (Soumendu Adhikari) ঘনিষ্ঠ বলেই পরিচিত বলে জানেন ৷ ফলে এই ঘটনার পিছনে রাজনীতির রং আছে কি না, সেই নিয়েই আপাতত জল্পনা শুরু হয়েছে কাঁথিতে ৷

অন্যদিকে পুলিশ জানিয়েছে, ভরতকে হেফাজতে পেলে তাঁকে জেরা করে এই দুর্নীতি নিয়ে আরও তথ্য জোগাড়ের চেষ্টা করবে ৷ সেই মতো তদন্ত এগোবে ৷

এখন দেখার ভরতের কাছ থেকে পুলিশ কোনও হেভিওয়েটের নাম এই দুর্নীতিতে জড়িত হিসেবে পায় কি না !

আরও পড়ুন :কাঁথি কলেজে দুর্নীতির মামলায় সৌমেন্দুর বিরুদ্ধে এফআইআরে স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি হাইকোর্টের

Last Updated : Sep 20, 2022, 2:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details