কলকাতা, 21 অগাস্ট : রাজ্য স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে কোরোনা রোগীর বিষয়ে তথ্য পাওয়া যাবে বলে ইতিমধ্যে জানানো হয়েছে সরকারি তরফে ৷ অথচ কোন কোন কোভিড হাসপাতালে কত সংখ্যক বেড রয়েছে, তার মধ্যে কতগুলি বেড ফাঁকা তা নিয়ে ফের বিভ্রান্তি তৈরি হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে দেওয়া তথ্যে ৷ এবার সেই বিতর্কের তালিকায় নাম উঠেছে NRS মেডিকেল কলেজ ও হাসপাতালের ৷
কোরোনা আক্রান্তদের চিকিৎসার জন্য হাসপাতালে ভরতি করতে হয়রানির শিকার হচ্ছে রোগীর পরিবার ৷ ঘুরতে হচ্ছে একাধিক হাসপাতালের দোরগোড়ায় ৷ চিকিৎসার জন্য তবুও মিলছে না হাসপাতালের বেড ৷ তাই সরকারি-বেসরকারি চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের তরফে সরকারের কাছে আর্জি জানানো হয়েছিল যে রাজ্য স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে কোন হাসপাতালে কতগুলি বেড খালি রয়েছে তার তথ্য প্রকাশ করা হোক ৷
সেইমতো 18 জুন থেকে প্রতিদিন রাজ্যের প্রত্যেকটি কোভিড হাসপাতালে কতগুলি বেড রয়েছে ও তার মধ্যে কতগুলি বেড খালি রয়েছে তার তথ্য প্রকাশিত হয় ৷ তথ্য অনুযায়ী, কলেজ অব মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটালে 500টি বেড রয়েছে । 500টি বেড ফাঁকা রয়েছে । অথচ, তখনও পর্যন্ত কামারহাটির এই মেডিকেল কলেজ ও হাসপাতালে কোরোনা রোগীদের চিকিৎসার জন্য চালু হয়নি । গত 24 জুন এই 500টি বেডের মধ্যে মাত্র 50টি বেড চালু করা হয়েছিল ৷ এর পরেও 500 টি বেড চালু না হওয়া সত্ত্বেও স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে জানানো হচ্ছিল যে, এই হাসপাতালে 500টি বেড রয়েছে ।
18 অগাস্ট সরকারি তরফে NRS মেডিকেল কলেজ ও হাসপাতালকে 110টি বেডের কোভিড হাসপাতাল হিসাবে চালু হয় ৷ ইতিমধ্যে 80টি বেড প্রস্তুত করা হয়েছে, বাকি রয়েছে আরও 30টি বেড ৷ কিন্তু বিভ্রান্তি হয়েছে 20 অগাস্টের রাজ্যের স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে ৷ তথ্যে রয়েছে, NRS মেডিকেল কলেজ ও হাসপাতাল কোভিড হাসপাতাল হিসেবে চালু হয়েছে ৷ বেডের সংখ্যা 110 ৷ ফাঁকা রয়েছে 110টি বেড ৷
NRS মেডিকেল কলেজ ও হাসপাতালের বেড সংখ্যা নিয়ে বিভ্রান্তি ঘটনার পরিপ্রক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আমাদের হাসপাতালটি সরকারি তরফে 110টি বেড নিয়ে কোভিড হাসপাতাল হিসেবে চালু করা হয়েছে ঠিকই ৷ কিন্তু তারমধ্যে এখনও পর্যন্ত 80টি বেড প্রস্তুত রয়েছে ৷ যার মধ্যে 4টি বেডে CCU এবং ভেন্টিলেটর সাপোর্ট রয়েছে ৷ এই 80টি বেডের মধ্যে 30টি বেডকে হাই ডিপেন্ডেন্সি ইউনিট (HDU) হিসেবে রাখা হয়েছে ৷ এখনও পর্যন্ত 30টি বেডের প্রস্তুতি চলছে ৷ এই 110টি বেডের মধ্যে 30-35টি বেড বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য থাকবে ৷ যাতে রোগীকে পরীক্ষা করে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে রেখে চিকিৎসা করা যায় সেই বিষয়ে নজর দেওয়া হচ্ছে ৷