পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আগামীদিনে বাংলা পৃথিবীর মধ্যে সেরা হয়ে উঠবে : মুখ্যমন্ত্রী - Retail bussiness

রাজ্যের বৃহৎ শিল্পের পাশাপাশি মাঝারি ও ক্ষুদ্র শিল্প বা MSME সেক্টরেও সম্ভাবনার কথা তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায় । শিল্পপতিদের সামনে রাজ্যে ছোটো ও মাঝারি শিল্পের সাফল্যের বিষয়টি নিয়েও আলোচনা করেন ।

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Dec 12, 2019, 11:41 PM IST

Updated : Dec 13, 2019, 1:12 AM IST

দিঘা, 12 ডিসেম্বর : দিঘায় বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে শিল্পপতিদের রাজ্যের বর্তমান শিল্প সম্ভাবনার পরিস্থিতি বোঝালেন মুখ্যমন্ত্রী । তিনি বোঝালেন রাজ্যে শিল্পপতিদের পাশেই রয়েছে সরকার । বললেন, "রাজ্যে কেউ সবসময়ের জন্য দরজা বন্ধ করে চলে যাও, চলে যাও বা ব্যবসা বন্ধ করে দাও বলুক এটা আমরা চাই না । আমরা চাই ব্যবসায়ীরা শান্তিতে এখানে ব্যবসা করুক ।"

শিল্পপতিদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী আরও বলেন, "কিছু কিছু সময় শিল্পপতিরা আতঙ্কিত হয়ে ওঠেন । অনেক সমস্যার কারণে তাঁরা মানসিক চিন্তায় পড়ে যান । আমরা আপনাদের নিশ্চিত করে বলছি আপনারা আনন্দের সঙ্গে এখানে ব্যবসা করতে আসুন । শান্তিতে ব্যবসা করুন, ব্যবসা একটা পরিবারের মতো । কিছু কিছু সময় আমাদের পরিবারের সমস্যা হয় । সে সমস্যা হতেই পারে । সমস্যা হলে সরকার দায়িত্ব নেবে ।"

রাজ্যের বৃহৎ শিল্পের পাশাপাশি মাঝারি ও ক্ষুদ্র শিল্প বা MSME সেক্টরেও সম্ভাবনার কথা তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায় । শিল্পপতিদের সামনে রাজ্যে ছোটো ও মাঝারি শিল্পের সাফল্যের বিষয়টি নিয়েও আলোচনা করেন । প্রথম দিনের মতো শিল্প সম্মেলনের শেষ দিনেও রাজ্যে শান্তিপূর্ণ পরিবেশ, পর্যাপ্ত বিদ্যুৎ, সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা, আতিথেয়তার কথা তুলে ধরে শিল্পপতিদের কাছে । বলেন, "এখন রাজ্যে পর্যাপ্ত বিদ্যুতের কারণে পাওয়ার কাট হয় না । ধর্মঘটের কারণে শ্রমদিবস নষ্ট হয় না । শান্তিপূর্ণ শিল্পবন্ধু পরিবেশ রয়েছে । সেকারণে শিল্পপতিরা নিশ্চিন্তে এ রাজ্যে তাদের নতুন বিনিয়োগ করতে পারেন ।"

গত 7 থেকে 8 বছরে রাজ্যে MSME সেক্টরের সাফল্যের কথা তুলে ধরতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "গত 7 থেকে 8 বছরে MSME সেক্টরে রাজ্যের 2 লাখ 16 হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে । প্রায় 40 লাখ MSME ইউনিট তৈরি হয়েছে এই ক'বছরে । শুধু তাই নয়, 3 থেকে 4 কোটি কর্মসংস্থান হয়েছে এই ক্ষেত্রে । MSME সেক্টরের পাশাপাশি রাজ্যে হ্যান্ডলুম সেক্টরে প্রচুর অগ্রগতি হয়েছে । লেদার শিল্পে 5 লাখ মানুষের কর্ম সংস্থান হয়েছে । ক্ষুদ্র ও মাঝারি শিল্পে উৎসাহ দেওয়ার জন্যে অনেক ক্লাস্টার তৈরি করা হরেছে । গ্রামের তাঁতিদের উৎসাহ দেওয়ার জন্যে তন্তুজর মাধ্যমে উৎপাদিত জিনিস বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে । এর ফলে আগামী দিনে এই ক্ষেত্রে নতুন ২৫ লাখ কর্মসংস্থান তৈরি হবে । রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, আগামী 3 বছর ত্রাণের জন্যে শাড়ি, বিছানার চাদর যা প্রয়োজন হবে তা তন্তুজর মাধ্যমে গ্রামের তন্তুবায়দের কাছ থেকে কেনা হবে । ফলে রাজ্যে 20 হাজার গ্রামীণ তাঁতি উপকৃত হবেন ।" এদিনও তিনি বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের সাফল্যের পরিসংখ্যান তুলে ধরে বলেন, রাজ্যে 5800 টি বাজার তৈরি করা হয়েছে । ক্ষুদ্র শিল্পকে সাহায্যের জন্যে । কারণ একমাত্র ক্ষুদ্র শিল্পেই প্রচুর কর্মসংস্থান সম্ভব । এই রাজ্যে ক্ষুদ্র শিল্পে বেশি গুরুত্ব দেওয়ার ফলে 40 শতংশ বেকারত্ব কমেছে গত 7 থেকে 8 বছরে ।"

মঞ্চ থেকে আজ মুখ্যমন্ত্রী রাজ্যের বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন । সবশেষে শিল্পপতিদের বিনিয়োগ করার জন্য আশ্বস্ত করে তিনি বলেন, "আগামীদিনে বাংলা দেশের মধ্যে নয় পৃথিবীর মধ্যে সেরা হয়ে উঠবে ।"

Last Updated : Dec 13, 2019, 1:12 AM IST

ABOUT THE AUTHOR

...view details