পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Egra Visit: বাজি বিস্ফোরণে মৃতের পরিবারগুলিকে আর্থিক সাহায্য ও হোমগার্ডের চাকরি মমতার - মমতা

এগরায় বাজি বিস্ফোরণে মৃতের পরিবারগুলির হাতে আড়াই লক্ষ টাকার চেক ও একটি করে হোমগার্ডের চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি ৷

CM Mamata Banerjee in Egra
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : May 27, 2023, 7:33 PM IST

খাদিকুলে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃতের পরিবারের হাতে সরকারি সাহায্য তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এগরা, 27 মে: খাদিকুলে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃতের পরিবারের হাতে সরকারি সাহায্য তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শনিবার সকাল 11টা নাগাদ হেলিকপ্টারে করে পূর্ব মেদিনীপুরের এগরায় আসেন তিনি ৷ সভাস্থলে এসে মৃতদের পরিবারদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী । তারপরেই আড়াই লক্ষ টাকার চেক ও বিস্ফোরণে প্রাণ হারানো দশটি পরিবারের একজন সদস্যের হাতে হোমগার্ডের চাকরির নিয়োগপত্র তুলে দেন তিনি ৷

মমতা বলেন, "আমি আজ পাবলিক মিটিং করতে আসেনি ৷ পরিবারগুলিকে সাহায্য করতে এসেছি ৷ অনেক দিন ধরেই এখানে আসার চেষ্টা করছি ৷ কিন্তু আকাশ সাধ দেয়নি ৷ আজকেও আবহাওয়া খারাপ ছিল ৷ তাই ঝুঁকি নিয়েই আজ এলাম ৷ তবে আমাকে আসতেই হত ৷ আমি এই ঘটনার জন্য আপনাদের সকলের কাছে মাথা নত করে ক্ষমা চাইছি ৷ আপনাদের যদি কোনওরকম কোনও সাহায্য করতে পারি আমাকে বলবেন ৷ "

সরকারি সাহায্য পেয়ে খুশি মৃতের পরিবারের সদস্যরা ৷ এক মৃতের পরিবারের সদস্য রেবতি মাইতি বলেন, "আমার পিসির বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৷ মুখ্যমন্ত্রী আড়াই লক্ষ টাকা ও চাকরি দিয়েছেন ৷ আমরা খুশি এই সাহায্য পেয়ে ৷ তাঁকে ধন্যবাদ জানাই ৷ বাজি কারখানা যাতে বন্ধ হয় তার জন্য প্রশাসনকে অনুরোধ করব ৷" এগরার বিধায়ক তরুণ মাইতি বলেন, "আমরা ভীষণ আনন্দিত যে মুখ্যমন্ত্রী এই প্রত্যন্ত এলাকায় এসেছেন এবং দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন ৷ তিনি প্রতিশ্রুতি অনুযায়ী কথা রেখেছেন ৷ সাহায্যের টাকা ও চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন ৷ আগামিকাল থেকে নিয়োগপত্র হাতে পাওয়া সকলে কাজে যোগ দেবেন ৷"

আরও পড়ুন:'চোখ খুলে গিয়েছে, মাথা নত করে ক্ষমা চাইছি', খাদিকুলের মঞ্চে মন্তব্য মমতার

মুখ্যমন্ত্রী এ দিন জানান, বেআইনি বাজি কারখানায় কাজ করেন তারা গরিব মানুষ ৷ তাদের যাতে চাকরি না হারাতে হয় তার জন্য রাজ্যের মুখ্য সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে । সরকারিভাবে বাজি কারখানা গড়ে তোলা হবে । সেখানে অবশ্যই সবুজ বাজি থাকবে । আতসবাজি অনুমোদন দেওয়া হবে না ।

ABOUT THE AUTHOR

...view details