পাঁশকুড়া, ১৭ মার্চ : সিনিয়রের লাঠির আঘাতে চোখ নষ্ট হল ক্লাস ফাইভের ছাত্রের। নাম জয়দীপ নস্কর। ঘটনাটি পাঁশকুড়ার আবাসিক স্কুলের। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছেন ছাত্রের মা সীমা নস্কর। থানাতেও দায়ের হয়েছে অভিযোগ। স্কুল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে।
১০ জানুয়ারি জয়দীপ পাঁশকুড়ার মেচোগ্রাম বসন্ত আবাস শিক্ষা সদনে ভরতি হয়। বাড়িতে ফিরে বেশিরভাগ সময়ে সে অভিযোগ জানাত, সিনিয়র দাদারা মারধর করেছে। সীমার অভিযোগ, বারবার স্কুল কর্তৃপক্ষকে একথা জানানোর পরও লাভ হয়নি।
৫ মার্চ রাত ১০টা নাগাদ স্কুলের তরফে জয়দীপের বাড়িতে ফোন আসে। সীমা বলেন, "আমাকে ফোন করে বলা হয়, খেলার সময় পড়ে গিয়ে ছেলের চোখে চোট লেগেছে। তাকে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রেফার করা হয় তমলুকে। বলা হয়, আপনারা দ্রুত তমলুক জেলা হাসপাতালে আসুন।"