পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সমবায় সমিতির শতবর্ষ উদযাপনকে ঘিরে ধুন্ধুমার, চেয়ার ছোড়াছুড়ি তৃণমূল-বিজেপির! - মহিষাদলে তৃণমূল বিজেপি দ্বন্দ্ব

Clash Between TMC and BJP: বিবাদের জেরে চেয়ার ছোড়াছুড়ি তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের ৷ সমবায় সমিতির শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানে এই ঝামেলা বাধে দুই দলের মধ্যে ৷ ঘটনায় আহত হয়েছেন উভয়পক্ষের বেশ কয়েকজন ৷

Etv Bharat
সমবায় সমিতির শতবর্ষ উদযাপনকে ঘিরে তৃণমূল-বিজেপির বিবাদ

By ETV Bharat Bangla Team

Published : Nov 20, 2023, 7:58 PM IST

সমবায় সমিতির শতবর্ষ উদযাপনকে ঘিরে তৃণমূল-বিজেপি ঝামেলা

মহিষাদল, 20 নভেম্বর: শতবর্ষে পা দিয়েছে স্থানীয় সমবায় সমিতি ৷ তারই পূর্তি উদযাপন ছিল ৷ সেখানেই চেয়ার ছোড়াছুড়ি করে একে অপরের সঙ্গে বিবাদে জড়াল তৃণমূল ও বিজেপি ৷ সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার কেশবপুর জলপাই রাধাকৃষ্ণ সমবায় সমিতি শতবর্ষ পূর্তি উদযাপনে ।

এদিন কেশবপুর জালপাই রাধাকৃষ্ণ সমবায় সমিতির শতবর্ষ পূর্তি উদযাপন ছিল । অনুষ্ঠান চলাকালীন এলাকার তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তী অনুষ্ঠান মঞ্চে আসতেই বিজেপি কর্মী-সমর্থকরা গো-ব্যাক শ্লোগান দিতে থাকে । যা নিয়ে তৃণমূলের কর্মী-সমর্থকরা ক্ষেপে ওঠেন । অনুষ্ঠানস্থলে থাকা চেয়ার নিয়েই বিজেপি কর্মীদের ছুড়তে থাকেন ৷ তবে বাদ যাননি বিজেপি কর্মীরাও ৷ তারাও একই কাজ শুরু করেন ৷ ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন ।

এই ঘটনায় বিজেপির অভিযোগ, অনুষ্ঠানে এলাকার বিজেপির পঞ্চায়েত প্রধান রামকৃষ্ণ দাসকে ডাকা হয়নি । এলাকার তৃণমূলের বিধায়ক তিলক চক্রবর্তী-সহ অন্যান্য তৃণমূলের নেতৃত্বদের যেখানে সমবায় সমিতির শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে ডাকা হল সেখানে এলাকার বিজেপির পঞ্চায়েত প্রধানকে ডাকা হয়নি কেন ? এই নিয়েই বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে তৃণমূল কর্মীদের তুমুল গণ্ডগোল ।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ৷ তারপর পুলিশের সামনেও চেয়ার ছোড়াছুড়ি ও ভাঙচুর চলে বলে অভিযোগ । পরিস্থিতি সামাল দিতে পুলিশকে হিমশিম খেতে হয় । কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ । তবে এই ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে । তাদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা চলছে । তবে তৃণমূলের তরফ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়, এলাকার সমস্ত জনপ্রতিনিধি থেকে আধিকারিক সকলকে ডাকা হয়েছে । কেউ যদি না আসে, তাহলে তাদের কী করার আছে ।

আরও পড়ুন :

1 জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন, বিডিওর বদলিতে কেঁদে ভাসালেন বিধায়ক

2 কেন্দ্রে সরকার বদলালে শুভেন্দু গ্রেফতার হবে, চ্যালেঞ্জ কুণালের

ABOUT THE AUTHOR

...view details