মহিষাদল, 20 নভেম্বর: শতবর্ষে পা দিয়েছে স্থানীয় সমবায় সমিতি ৷ তারই পূর্তি উদযাপন ছিল ৷ সেখানেই চেয়ার ছোড়াছুড়ি করে একে অপরের সঙ্গে বিবাদে জড়াল তৃণমূল ও বিজেপি ৷ সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার কেশবপুর জলপাই রাধাকৃষ্ণ সমবায় সমিতি শতবর্ষ পূর্তি উদযাপনে ।
এদিন কেশবপুর জালপাই রাধাকৃষ্ণ সমবায় সমিতির শতবর্ষ পূর্তি উদযাপন ছিল । অনুষ্ঠান চলাকালীন এলাকার তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তী অনুষ্ঠান মঞ্চে আসতেই বিজেপি কর্মী-সমর্থকরা গো-ব্যাক শ্লোগান দিতে থাকে । যা নিয়ে তৃণমূলের কর্মী-সমর্থকরা ক্ষেপে ওঠেন । অনুষ্ঠানস্থলে থাকা চেয়ার নিয়েই বিজেপি কর্মীদের ছুড়তে থাকেন ৷ তবে বাদ যাননি বিজেপি কর্মীরাও ৷ তারাও একই কাজ শুরু করেন ৷ ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন ।
এই ঘটনায় বিজেপির অভিযোগ, অনুষ্ঠানে এলাকার বিজেপির পঞ্চায়েত প্রধান রামকৃষ্ণ দাসকে ডাকা হয়নি । এলাকার তৃণমূলের বিধায়ক তিলক চক্রবর্তী-সহ অন্যান্য তৃণমূলের নেতৃত্বদের যেখানে সমবায় সমিতির শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে ডাকা হল সেখানে এলাকার বিজেপির পঞ্চায়েত প্রধানকে ডাকা হয়নি কেন ? এই নিয়েই বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে তৃণমূল কর্মীদের তুমুল গণ্ডগোল ।