পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শুভেন্দু-রক্ষীর মৃত্যুর তদন্তে ফের কাঁথি থানায় সিআইডি, খুঁজছে একাধিক উত্তর - শুভব্রত চক্রবর্তী

শুভব্রত চক্রবর্তীকে গুলিবিদ্ধ অবস্থায় যে ডাক্তাররা চিকিৎসা করেছিলেন এবং সেই সময়ে কাঁথি থানার যে পুলিশ আধিকারিক তদন্ত করেছিলেন তাঁদের আজ জিজ্ঞাসাবাদ করতে পারেন রাজ্য পুলিশের গোয়েন্দারা ৷

SUVENDU ADHIKARI
ছবি

By

Published : Jul 18, 2021, 4:00 PM IST

কাঁথি, 18 জুলাই : ফের কাঁথি থানায় সিআইডির প্রতিনিধি দল ৷ এই নিয়ে তৃতীয় বার সিআইডির প্রতিনিধি দল এল কাঁথিতে ৷ সূত্রের খবর, শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রাক্তন নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তীকে গুলিবিদ্ধ অবস্থায় যে ডাক্তাররা চিকিৎসা করেছিলেন এবং সেই সময়ে কাঁথি থানার যে পুলিশ আধিকারিক তদন্ত করেছিলেন তাঁদের আজ জিজ্ঞাসাবাদ করা হতে পারে ৷ আজই কাঁথি থানায় তাঁদের জিজ্ঞাসাবাদ করতে পারেন রাজ্য পুলিশের গোয়েন্দারা ৷

পাশাপাশি শুভব্রত চক্রবর্তী কাঁথিতে থাকাকালীন যেসব দোকানে বসে আড্ডা মারতেন, এইরকম দু'টি সোনার দোকানের হদিশ পাওয়া গিয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে । সেই দু'টি সোনার দোকানের মালিকদেরও আজ ডেকে পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য ৷

রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দেহরক্ষীর মৃত্যুর তদন্ত নিয়ে এখন তোলপাড় রাজ্য রাজনীতি ৷ তদন্তের দায়িত্ব পাওয়ার পর শুভব্রতর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছিলেন রাজ্য পুলিশের গোয়েন্দারা ৷ শুভব্রতর স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী ও তাঁর এক ভাসুর দেবব্রত চক্রবর্তীর সঙ্গে আলাদাভাবে কথাও বলেছিলেন সিআইডির প্রতিনিধি দলের সদস্যরা ৷

প্রসঙ্গত, সুপর্ণার দায়ের করা অভিযোগের ভিত্তিতেই প্রায় তিন বছর আগের এই ঘটনা নিয়ে নতুন করে তদন্ত শুরু হয়েছে ৷ উল্লেখ্য, 2018 সালের 13 অক্টোবর কাঁথির পুলিশ বারাকে গুলিবিদ্ধ হন 42 বছরের শুভব্রত ৷ রাজ্য পুলিশের কর্মী ওই যুবক রাজ্যের তৎকালীন মন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দেহরক্ষী ছিলেন ৷ ঘটনার পরদিন, অর্থাৎ 2018 সালের 14 অক্টোবর কলকাতার অ্য়াপোলো হাসপাতালে মৃত্য়ু হয় তাঁর ৷

প্রশাসনের দাবি ছিল, আত্মঘাতী হয়েছেন শুভব্রত ৷ কিন্তু এই যুক্তি মানতে নারাজ মৃতের পরিবার ৷ মৃতের স্ত্রীর দাবি, গুলিবিদ্ধ হওয়ার কিছুক্ষণ আগেও স্বামীর সঙ্গে কথা হয়েছিল তাঁর ৷ সেই সময় তাঁর কথায় এমন কোনও আভাস ছিল না যে তিনি আর কিছুক্ষণের মধ্যে আত্মত্য়ার মতো কোনও চরম পদক্ষেপ করতে চলেছেন ! তাছাড়া, রাজ্যের অন্যতম প্রভাবশালী ব্য়ক্তির দেহরক্ষী হওয়া সত্ত্বেও শুভব্রতর চিকিৎসা নিয়ে অযথা দেরি করা হয়েছে বলে দাবি তাঁর পরিবারের ৷ এমনকী, মৃতের দাদার প্রাথমিক বয়ান বদলে দেওয়ারও অভিযোগ তোলা হয়েছে সুপর্ণার করা এফআইআরে ৷

সুপর্ণার যুক্তি, প্রথম থেকেই স্বামীর মৃত্য়ুর কারণ নিয়ে ধোঁয়াশা ছিল তাঁর মনে ৷ কিন্তু শুভেন্দু অধিকারীর রাজনৈতিক পরিচয় ও প্রশাসনিক ক্ষমতার কথা মাথায় রেখেই এ নিয়ে মুখ খোলেননি তিনি ৷ কিন্তু এখন প্রেক্ষাপট বদলেছে ৷ তাই গত 7 জুলাই কাঁথি থানায় একটি অভিযোগ দায়ের করেন সুপর্ণা ৷ তাতে শুভেন্দু-সহ চারজনের নাম রয়েছে ৷ শুভব্রত মৃত্যুর ঘটনায় এই চারজনের আচরণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তাঁর স্ত্রী ৷ প্রকৃত সত্য প্রকাশ্যে আনার দাবি তুলেছেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details