কলকাতা, 16 মে: অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ প্রায় সঙ্গে সঙ্গেই পূর্ব মেদিনীপুরের এগরার এই ঘটনার তদন্ত শুরু করেছে দিয়েছেন পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দারা ৷ তদন্তকারীরা ইতিমধ্যেই বিহার ও ওড়িশা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন বলেও সিআইডি সূত্রে জানা গিয়েছে ৷
প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে এগরার ওই বাজি কারখানায় বিস্ফোরণের খবর সামনে আসে ৷ সরকারিভাবে শেষ খবর পাওয়া পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ কিন্তু স্থানীয়দের দাবি, মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি ৷ এই ঘটনা নিয়ে এ দিন নবান্নের সাংবাদিক বৈঠক থেকেই সিআইডি তদন্তের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷ একই সঙ্গে আশঙ্কা প্রকাশ করেন যে মূল অভিযুক্ত ওড়িশায় পালিয়ে যেতে পারে ৷
সিআইডি সূত্রে খবর, সেই কারণেই তদন্তের শুরুতেই প্রতিবেশী দুই রাজ্যের পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ৷ প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়েছে তাদেরকে ৷ যাতে সেখানে গা ঢাকা দিলে দ্রুত ধরা যায় মূল অভিযুক্তকে ৷ পাশাপাশি কোন পথে অভিযুক্তরা পালাতে পারে, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে ৷ রাজ্য পুলিশের ট্রাফিক বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা । ভিনরাজ্যে যায় এমন রাস্তার সিসিটিভি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে ৷