পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Egra Explosion: এগরার বিস্ফোরণস্থলে সিআইডি ও ফরেন্সিক দল, করল নমুনা সংগ্রহ

এগরার খাদিকুল গ্রামে একটি বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে মঙ্গলবার 9 জনের মৃত্যু হয় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডি ৷

ETV Bharat
এগরার বিস্ফোরণস্থলে সিআইডি টিম

By

Published : May 16, 2023, 11:10 PM IST

এগরার বিস্ফোরণস্থলে সিআইডি টিম

এগরা, 16 মে:এগরার বিস্ফোরণস্থলে গিয়ে তদন্ত শুরু করলেন সিআইডি আধিকারিকরা ৷ মঙ্গলবার সন্ধ্যার পর ঘটনাস্থলে যায় সিআইডি-র বম্ব স্কোয়াড ও ফরেন্সিক দল ৷ সেখান থেকে তদন্তকারীরা নমুনাও সংগ্রহ করেন ৷ এদিন সিআইডি দলের সঙ্গে ছিলেন জেলা পুলিশ সুপার অমরনাথ কে । ঘটনাস্থলে যায় বম্ব স্কোয়াডও ৷ এগরার ঘটনার তদন্তভার সিআইডিকে দেওয়া হয়েছে বলে মঙ্গলবার বিকেলেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই এলাকায় যায় সিআইডি দল ৷

মঙ্গলবার বিস্ফোরণ হয় এগরার খাদিকুল গ্রামে একটি বেআইনি বাজি কারখানায় ৷ মৃত্যু হয় 9 জনের ৷ আহত হয়েছেন বেশ কয়েকজন ৷ মুখ্যমন্ত্রী নিজেও জানিয়েছিলেন এই বিস্ফোরণ হয় একটি বেআইনি বাজি কারখানাতে ৷ মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে ও আহতদের পরিবারকে 1 লক্ষ টাকা করে সাহায্যের কথাও জানান মুখ্যমন্ত্রী ৷

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দাবি করেন, ওই বেআইনি বাজি কারখানার মালিকের নাম কৃষ্ণপদ বাগ ৷ ঘটনার পর সে ওড়িশায় পালিয়েছে ৷ গত বছর 19 ডিসেম্বর বেআইনি বাজি কারখানা চালানোর অভিযোগে তাকে পুলিশ গ্রেফতার করে আদালতে চার্জশিট দেয় বলেও জানান মুখ্যমন্ত্রী ৷ পরে ওই ব্যক্তি আদালত থেকে জামিন পেয়ে ফিরে এসে ফের ওই কাজ শুরু করে ৷

মুখ্যমন্ত্রী এদিন আরও জানান, ওই ব্যক্তি ওড়িশা ও বাংলাদেশে বাজি ব্যবসা করেন ৷ ঘটনায় পুলিশের গাফিলতির অভিযোগ উঠেছে ইতিমধ্যেই ৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, স্থানীয় থানার আইসি'র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷ ঘটনায় বিরোধীদের দাবি মেনে এনআইএ তদন্ত করলেও তাঁর কোনও আপত্তি নেই বলে জানান মুখ্যমন্ত্রী ৷

এদিন এলাকায় যান এগরার তৃণমূল বিধায়ক তরুণ মাইতি ৷ তিনি জানান, এই এলাকায় প্রচুর বাজি কারখানা আছে ৷ পুলিশকেও বলা হয়েছিল নিয়মিত নাকা চেকিং ও নজরদারি চালাতে ৷ তারপরেও কেন এমন দুঃখজনক ঘটনা ঘটল তা পুলিশ বলতে পারবে ৷ তদন্তে সব প্রকাশ পাবে ৷ অভিযুক্ত ব্যক্তিকে তিনি চেনেন না বলেও জানান বিধায়ক ৷

আরও পড়ুন:এগরার বিস্ফোরণে মৃত 9, সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ABOUT THE AUTHOR

...view details