পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গলা কেটে শিশুকে খুন, মাকে খুনের চেষ্টা - শিশুকে খুন

শিশুকে গলা কেটে খুন করল এক ব্যক্তি ৷ শিশুর মাকেও খুনের চেষ্টা করে ৷ কাঁথির ঘটনা ৷

ফাইল ফোটো

By

Published : Aug 23, 2019, 7:44 AM IST

কাঁথি, 23 অগাস্ট : 5 বছরের শিশুকে গলা কেটে খুন ৷ খুনের চেষ্টা শিশুর মাকেও । মায়ের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্ত যুবক পালিয়ে যায় । পূর্ব মেদিনীপুরের কাঁথির শৌলা-সমুদ্রপুরের ঘটনা ৷ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে শিশুর মা ।

মৃত শিশুর মায়ের নাম শিবানী মাইতি ৷ তাঁর স্বামী চন্দন মাইতি পেশায় রংমিস্ত্রি ৷ কাজের জন্য অন্য জায়গায় থাকেন । অভিযুক্ত যুবক শিবানীদের প্রতিবেশী ৷ স্থানীয় যুবক কার্তিক জানা বলেন, প্রতিবেশী ওই যুবক মহিলাকে প্রলোভন দেখিয়ে দু'জনকে বাইকে করে নিয়ে যায় সমুদ্রের ধারে ৷ সেখানে ফাঁকা জায়গায় বাইক দাঁড় করিয়ে শিশু এবং তার মাকে নামিয়ে দেয় । তারপর ধারালো অস্ত্র দিয়ে শিশুর গলায় চালিয়ে দেয় । শিশুটির মা চিৎকার করতে শুরু করে ৷ তাঁকে মারতে যায় যুবকটি । তখন দু'জনের ধস্তাধস্তি লাগে । সেইসময় ছুরিটি অন্য জায়গায় ছিটকে পড়ে । এরপর মহিলাকে গলা টিপে একটি নয়নজুলির জলে ডুবিয়ে মারার চেষ্টা করে ওই যুবক । মহিলার চিৎকারে স্থানীয়রা ছুটে আসে । তা দেখে অভিযুক্ত যুবক মোটরবাইক ফেলে পালিয়ে যায় ।

শিশু এবং তার মাকে কাঁথি হাসপাতলে আনা হয় । শিশুটিকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । বর্তমানে মহিলা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কাঁথি মহকুমা হাসপাতালে ।

প্রতিবেশী যুবক কেন এমন করল, তা এখনও জানা যায়নি । তার নামও এখনও জানা যায়নি ৷ ঘটনাস্থানে জুনপুট কোস্টাল থানার পুলিশ এবং কাঁথি থানার পুলিশ পৌঁছায় । অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details