পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পূর্ব মেদিনীপুরের ১০ থানার OC বদল - জেলা পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায়

ফের পূর্ব মেদিনীপুর জেলা পুলিশে বড়সড় পরিবর্তন ৷ 10 থানার OCসহ 14 জন সাব ইন্সপেক্টরের হল রদবদল ৷ মঙ্গলবার বিকেলে নাগাদ জেলা পুলিশ সুপার এই বদলির নির্দেশ প্রকাশ করেন ।

changes again at office of the superintendent of police in East Midnapore
ফের পূর্ব মেদিনীপুর জেলা পুলিশে বড়োসড়ো পরিবর্তন, ১০ থানার ওসি সহ ১৪ জন সাব ইন্সপেক্টর

By

Published : Feb 10, 2020, 11:50 PM IST

তমলুক, 10 ফেব্রুয়ারি : ফের বড়সড় রদবদল হল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশে । জেলার বিভিন্ন থানা থেকে একসঙ্গে বদলি হলেন 14 জন সাব ইন্সপেক্টর । তার মধ্যে রয়েছেন 10 জন থানার OC । এছাড়াও নতুন OC হিসেবে পদোন্নতি পেয়েছেন ৪ জন সাব ইন্সপেক্টর । ঠিক তেমন ভাবেই OC পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে 4 জনকে । মঙ্গলবার বিকেল নাগাদ জেলা পুলিশ সুপার এই বদলির নির্দেশ প্রকাশ করেন ।

জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, কোলাঘাট থানার OC কাশীনাথ চৌধুরিকে এগরা থানায় বদলি করা হয়েছে । OC পদ থেকে সরিয়ে এগরা থেকে কাঁথি থানায় বদলি করা হয়েছে রবি গ্রাহিকারকে । কাঁথি থানার সাব ইন্সপেক্টর স্বপনকুমার চাবাড়িকে সুতাহাটা থানার OC হিসেবে নিয়োগ করা হয়েছে । সুতাহাটা থেকে পটাশপুরের OC হিসেবে বদলি করা হয়েছে চন্দ্রকান্ত শাসমলকে । পটাশপুর থেকে রাজকুমার দেবনাথ OC হিসেবে বদলি হয়ে যাচ্ছেন কোলাঘাট থানায় । দিঘা মোহনা কোস্টাল থানার OC সঞ্জয় মাইতিকে OC পদ থেকে সরিয়ে বদলি করা হচ্ছে দুর্গাচক থানায় । দুর্গাচক থানার সাব ইন্সপেক্টর রাজু কুন্ডুকে জুনপুট কোস্টাল থানার OC নিয়োগ করা হচ্ছে । OC পদ থেকে সরিয়ে জনপুট থেকে তমলুক থানায় পাঠানো হয়েছে সঞ্জীব দত্তকে । তমলুক থানার সাব ইন্সপেক্টর সত্যজিৎ চাণককে OC-র পদে নিযুক্ত করা হচ্ছে খেজুরি থানায় । খেজুরি থেকে নন্দকুমারে OC-র পদে যোগদান করছেন গোপাল পাঠক । নন্দকুমার থানার OC জলেশ্বর তেওয়ারি যোগ দিচ্ছেন জেলার সদর শহর তমলুকের OC হয়ে । তমলুক থেকে সরিয়ে দিঘা থানার OC-র দায়িত্ব দেওয়া হয়েছে কৃষেন্দু প্রধানকে । পাঁশকুড়ার সাব ইন্সপেক্টর বিজয় মান্না নতুন OC-র দায়িত্ব পাচ্ছেন দিঘা মোহনা কোস্টাল থানার । দিঘা থেকে পাঁশকুড়ার বদলি হচ্ছেন সাব ইন্সপেক্টর নবকুমার রাজোয়াড় । খুব শীঘ্রই এই নির্দেশ কার্যকর হবে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার ।

পূর্ব মেদিনীপুরে ১০ থানার OC সহ ১৪ জন সাব ইন্সপেক্টর বদল


উল্লেখ্য, কয়েক মাস আগে জেলার একাধিক থানার OC-র রদবদল ঘটেছিল । এরপর ফের আজ জেলার 10টি থানার OC-র বদলি হওয়ায় জেলার পুলিশ মহলে বেশ শোরগোল পড়েছে । জেলা পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায় জানিয়েছেন, এটি একটি রুটিন বদলি । বদলির সিদ্ধান্ত অনুযায়ী ১০ থানার OC সহ মোট ১৪ জন সাব ইন্সপেক্টরকে স্থানান্তরিত করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details