নন্দীগ্রাম, 14 মার্চ: "লোক দেখাতে ভালো পারে। লোক দেখিয়ে এতদূর এসেছে, আর না। ওর লোক দেখানো সবাই ধরে ফেলেছে।" মঙ্গলবার শহীদ দিবসের দিন নন্দীগ্রামের সোনাচূড়ায় শহিদ পরিবারের সদস্যদের পা ধুয়ে দেওয়ায় শুভেন্দু অধিকারীকে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের অর্থ ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya slams Suvendu Adhikari on Nandigram Martyrs Day) ৷
আজ নন্দীগ্রাম দিবস ৷ এদিন সকালে শহিদ মিনারের অতিথিশালায় নন্দীগ্রামের শহিদ পরিবারের সদস্যদের পা ধুয়েমুছে তাঁদের নতুন বস্ত্র উপহার দেন নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "গুটিকয়েক লোক নিয়ে কয়েকজন শহিদ পরিবারের সদস্যদের গিয়ে লোক দেখানোর জন্য এরকম করে দেখাচ্ছে।" পাশাপাশি কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও দুর্নীতির সঙ্গে যোগাযোগ রয়েছে ৷ ইডি সব ধীরে ধীরে চ্যাট থেকে বের করবে। এ প্রসঙ্গে চন্দ্রিমা পালটা বলেন, "তাহলে ইডি'র সঙ্গে শুভেন্দুরও যোগ রয়েছে ৷ নইলে ইডি'র তদন্তে কী পাওয়া যাচ্ছে উনি জানছেন কীভাবে! অপেক্ষা করুন, 24-এ দেখা হবে।"