পাঁশকুড়া, 27 এপ্রিল : পাঁশকুড়া পরিদর্শন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যদের ৷ আজ সকালে মেছোগ্রামে COVID-19 হাসপাতাল (লেভেল 3 এবং 4) ঘুরে দেখেন তাঁরা ৷ কী কী অভাব-অভিযোগ রয়েছে, তা জানার চেষ্টা করেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা । পাশাপাশি হলদিয়ার ক্ষুদিরাম নগরে কোয়ারানটিন সেন্টার পরিদর্শন করে প্রতিনিধি দলটি ৷
পাঁশকুড়ার কোরোনা হাসপাতাল পরিদর্শন কেন্দ্রীয় প্রতিনিধি দলের - পূর্ব মেদিনীপুর
পাঁশকুড়া ও হলদিয়া পরিদর্শন করে কেন্দ্রীয় দল ৷
কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা পাঁশকুড়া ও হলদিয়া পরিদর্শন করলেন ৷ হটস্পট জ়োন হিসেবে চিহ্নিত পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া ও পাঁশকুড়ার COVID-19 হাসপাতাল এবং কোয়ারানটিন সেন্টার ঘুরে দেখেন ৷ জেলায় কোরোনায় আক্রান্ত হয়েছেন মোট 28 জন । তাদের মধ্যে মোট 14 জন পাঁশকুড়ার COVID-19 হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । সেই খবর পৌঁছতেই তড়িঘড়ি WHO-এর প্রতিনিধি দল হাসপাতাল পরিদর্শন করেন । চিকিৎসা পদ্ধতি খতিয়ে দেখে সন্তোষ প্রকাশ করেন WHO-র প্রতিনিধিরা । ফলে পূর্ব মেদিনীপুর জেলা রেড জ়োন থেকে অরেঞ্জ জ়োনে ঢুকে পড়ার একটা সম্ভাবনা তৈরি হয় । কিন্তু তার পরেই গত কয়েক দিনে ফের হলদিয়া, মেচেদা ও পাঁশকুড়ার ছয় বাসিন্দা নতুন করে আক্রান্ত হন কোরোনায় । তারপরেই কেন্দ্রের হটস্পটের তালিকায় থাকা পূর্ব মেদিনীপুর জেলা পরিদর্শনে আসেন কেন্দ্রীয় প্রতিনিধি দল । আজ সকাল ন’টা নাগাদ কলকাতা থেকে পাঁচ সদস্যের একটি দল পাঁশকুড়ার COVID-19 হাসপাতাল পৌঁছন । প্রায় 45 মিনিট ধরে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা খতিয়ে দেখার পর সেখান থেকে রওনা দেন হলদিয়ার উদ্দেশে ।
সকাল 7 টা 50 মিনিট নাগাদ কলকাতার BSF ক্যাম্প থেকে কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের বিশেষ সচিব অপূর্ব চন্দ্রের নেতৃত্বে পূর্ব মেদিনীপুরের উদ্দেশে রওনা দেয় পাঁচ সদস্যের একটি দল । জেলায় প্রবেশ করেই কোলাঘাটে গাড়ি দাঁড় করিয়ে এলাকার বাজার ও রাস্তাঘাট গুলি ঘুরে দেখেন ৷ সেখানে কীভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হচ্ছে তা খতিয়ে দেখেন এবং মোবাইলে ক্যামেরাবন্দি করেন । কিছুক্ষণ পরেই সেখান থেকে রওনা দেন পাঁশকুড়ার উদ্দেশে । যদিও কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে কোথাও দেখা যায়নি রাজ্য পুলিশকে ।