পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Awas Yojana Scam: আবাস যোজনায় দুর্নীতির তদন্তে পূর্ব মেদিনীপুরে কেন্দ্রীয় প্রতিনিধি দল - পূর্ব মেদিনীপুরে আবাস যোজনায় দুর্নীতি

প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দেওয়া নিয়ে দুর্নীতিতে তদন্ত করতে পূর্ব মেদিনীপুরে এল তিনজনের কেন্দ্রীয় প্রতিনিধি দল (Awas Yojana Scam) ৷ তাঁরা আবাস যোজনার যাবতীয় কাজকর্ম খতিয়ে দেখবেন বলে জানা গিয়েছে ৷

ETV Bharat
পূর্ব মেদিনীপুরে কেন্দ্রীয় প্রতিনিধি দল

By

Published : Jan 5, 2023, 9:17 PM IST

পূর্ব মেদিনীপুরে আবাস যোজনায় দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় প্রতিনিধি দল

পূর্ব মেদিনীপুর, 5 জানুয়ারি: বর্তমানে আবাস যোজনায় দুর্নীতি নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি ৷ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে দুর্নীতির অভিযোগ করা হয়েছে । বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে যাদের সত্যিই ঘর প্রয়োজন তাঁরা ঘর পাননি ৷ অথচ যাদের বড় বাড়ি রয়েছে এবং শাসকদলের সঙ্গে যুক্ত ও পঞ্চায়েতে কাজ করেন তাঁদের নাম এসেছে আবাস যোজনায় ঘর পাওয়ার তালিকায় ৷

এবার সেই দুর্নীতির তদন্তে সরেজমিনে খতিয়ে দেখতে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরে এসে পৌঁছল তিনজনের কেন্দ্রীয় প্রতিনিধি দল (Central Delegation to East Medinipur to Investigate Awas Yojana Scam) ৷ এদিন দুপুরে তাঁরা জেলাশাসকের দফতরে উপস্থিত হন । সেখানে জেলাশাসক-সহ জেলার অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন । পরে সেখান থেকে ভগবানপুরের উদ্দেশ্যে রওনা দেন (Purba Medinipur Awas Yojana Scam)। এই বিষয়ে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি বলেন, "তিনজনের কেন্দ্রীয় প্রতিনিধি দলের একটি টিম এসেছেন ৷ তাঁরা বৈঠক করার পর ভগবানপুরের দিকে রওনা দেন ৷ আবাস যোজনার যাবতীয় কাজ খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন তাঁরা ।"

অপরদিকে সিপিএমের তরফ থেকে এই দিন আবাস যোজনায় ব্যাপক হারে দুর্নীতি নিয়ে জেলাশাসকের কাছে একটি ডেপুটেশন জমা দেওয়া হয় ৷ এই বিষয়ে সিপিএমের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক নিরঞ্জন সিহি বলেন, "আমরা জেলাশাসকের কাছে অভিযোগগুলো জমা করেছি । কেন্দ্রীয় প্রতিনিধি দল জেলাশাসকের দফতরে কথা বলছেন । কেন্দ্রীয় প্রতিনিধির সঙ্গে দেখা করার জন্য যদি আমাদের অনুমতি দেন তাহলে আমরা ওনাদের সঙ্গে দেখা করে নামের তালিকাগুলো তুলে দিব ।"

আরও পড়ুন :আবাস দুর্নীতির প্রতিবাদে ঝাঁটা হাতে বিক্ষোভ, বিডিও অফিসে তালা

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details