কলকাতা, 2 নভেম্বর :নন্দীগ্রামের (Nandigram Temples) 17টি এলাকায় বসবে সিসিটিভি (CCTV) ৷ মন্দিরের মাইকে চলবে হরি নামকীর্তন ৷ বাংলাদেশের হিংসার (Bangladesh Violence) প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে একথা জানালেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
বাংলাদেশে হিংসার প্রতিবাদে নন্দীগ্রামে মিছিল করে বিজেপি ৷ তেখালি ব্রিজ থেকে মহেশপুর বাজার পর্যন্ত মিছিলে শামিল হন বিজেপির নেতা, কর্মী ও সমর্থকেরা । বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদে হিন্দু জাগরণ মঞ্চ এবং বিজেপি সমর্থকেরা হিন্দুদের এক হওয়ার আহ্বান জানানো হয় । মিছিলের পর মহেশপুর হরিমন্দির প্রাঙ্গণে যজ্ঞও করেন তাঁরা । এই প্রতিবাদ কর্মসূচিতে শুভেন্দু ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেতা প্রলয় পাল ও স্থানীয় বিজেপি ও হিন্দু জাগরণ মঞ্চের নেতৃত্বরা ।
আরও পড়ুন:WB By-polls : ভোট গণনা কেন্দ্রে মহুয়া মৈত্রের প্রবেশ নিয়ে সরব বিজেপি সাংসদ
এই দিন শুভেন্দু অধিকারী মহেশপুর হরিমন্দির মাঠের যজ্ঞ মঞ্চ থেকে বলেন, "আমাদের নিজেদেরকেই রাস্তায় নেমে হিন্দুদের রক্ষা করতে হবে ৷ তার জন্য এক হওয়া প্রয়োজন ।" পাশাপাশি বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের তীব্র প্রতিবাদ করে তিনি বলেন, "যাঁরা ওই দেশে এই নারকীয় ঘটনা ঘটিয়েছেন, তাঁরা এখানকার জাহাজ বাড়ির আত্মীয় হন । যাঁরা নন্দীগ্রামের চিল্লা গ্রামে দেবব্রত মাইতিকে খুন করল, তাঁদের মধ্যে অনেকেই এখন জেলের ভেতরে ঢুকেছেন । বাকি রয়েছে বেশ কয়েকজন, তাঁরাও ঢুকবেন । নন্দীগ্রামের 17টি অঞ্চলে যে সকল মন্দিরে বিদ্যুৎ আছে, সেখানে আমি সিসিটিভি ক্যামেরা বসাব । যাতে ইকবালেরা ধরা পড়ে এবং যে সকল মন্দিরে (মাইক) সাউন্ড সিস্টেম নেই, সেই সব মন্দিরে (মাইক) সাউন্ড সিস্টেম দেব । ভোরের দিকে হরিনামের কীর্তন হরি হরি বোল শোনা যাবে ।" এই কর্মসূচির শেষে দলীয় বিধায়কদের নিয়ে বৈঠকও করেন শুভেন্দু অধিকারী ৷
আরও পড়ুন:South-Eastern Railway : দীপাবলির পরই বাড়ছে দক্ষিণ-পূর্ব রেলের লোকাল ট্রেনের সংখ্যা