নন্দীগ্রাম, 2 জানুয়ারি: 2021 রাজ্য বিধানসভার নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসায় নন্দীগ্রামের চিল্লোগ্রামের 49 বছর বয়সি বিজেপি কর্মী দেবব্রত মাইতি খুনের ঘটনায় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল সিবিআই (CBI) ৷ সোমবার হলদিয়ার এসিজেএমের কাছে 6 তৃণমূল নেতা শেখ সুফিয়ান, আবু তাহের, শেখ আমানুল্লা, শেখ খুশনবি, শেখ সায়েম কাজি ও শেখ শামসুদ্দোহার নামে চার্জশিট জমা দেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তকারীরা (CBI submits supplementary chargesheet on Nandigram post poll violence case)।
এই নিয়ে এই মামলায় অভিযুক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 20 । অভিযুক্তদের অধিকাংশই এখন জেলবন্দি । এদিকে সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম থাকা 6 জনের মধ্যে আবু তাহের, শেখ খুশনবি এবং শেখ অমানুল্লার বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার কারণে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত । সমন জারি হয়েছে বাকি 3 জনের বিরুদ্ধেও (Nandigram Post Poll Violence case) ।