তমলুক, 20 জুলাই : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করল জেলা প্রশাসন ৷ গতকাল অবৈধভাবে 50 জনের বেশি মানুষের জমায়েত করে পুলিশ সুপারের অফিস ঘেরাও করেছিলেন শুভেন্দু ৷ সেই নিয়ে বিপর্যয় মোকাবিলা আইনের আওতায় মামলা করা হয়েছে বিধানসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে ৷
গতকাল প্রকাশ্য সভা থেকে জেলার পুলিশ সুপারকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু ৷ রীতিমতো হুঙ্কার দিয়ে বলেছিলেন, রাজ্যের শাসকদলের কথা শুনলে কাশ্মীরে বদলি করা হতে পারে ৷
সোমবার শুভেন্দু বলেছিলেন, " এমন কাজ করবেন না যাতে কাশ্মীরের অনন্তনাগ বা বারমুলা গিয়ে ডিউটি করতে হয় ৷" শুধু তাই নয়, পুলিশ আধিকারিকদের উদ্দেশে আরও বলেছিলেন, "প্রত্যেকটা ফোন নম্বর কল রেকর্ড আমার কাছে প্রত্যেকটা আছে, আপনাদের হাতে যদি রাজ্যের সরকার থাকে, আমাদের হাতেও কেন্দ্রের সরকার আছে ৷"