কাঁথি, 1 ফেব্রুয়ারি : কাঁথি পৌরসভায় কোটি কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগ ৷ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন বড়সড় আর্থিক দুর্নীতি সামনে এসেছে ৷ ইতিমধ্যেই প্রাক্তন এক্সিকিউটিভ অফিসার এবং বর্তমান অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে ৷ জানা গিয়েছে, 2017-18 আর্থিক বছরে গ্রিন সিটি মিশন প্রকল্পে কাঁথি শহরের সৌন্দর্যায়ন এবং পথবাতি বসানোর টেন্ডারে ধরা পড়েছে বড়সড় গরমিল । সেসময় কাঁথি পৌরসভার চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন সৌমেন্দু অধিকারী ৷ স্বাভাবিকভাবেই দুর্নীতিতে সৌমেন্দু জড়িত আছেন কি না তা নিয়ে প্রশ্ন উঠছে ৷
কাঁথি পৌরসভায় আর্থিক দুর্নীতির (Contai Municipality Financial Fraud Case ) অভিযোগ উঠেছিল আগেই ৷ বিষয়টি নিয়ে মাসখানেক আগে রাজ্য সরকার তদন্তের নির্দেশ দেয় জেলা প্রশাসনকে । তদন্ত কমিটিতে ছিলেন পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক শ্বেতা আগরওয়াল, জেলা পুলিশ সুপার অমরনাথ কে, অতিরিক্ত পুলিশ সুপার মানব সিংহল প্রমুখ ৷ প্রায় একমাস ধরে এই আর্থিক দুর্নীতির তদন্ত চালায় কমিটি ৷ জানা গিয়েছে, সৌমেন্দু অধিকারী পরিচালিত তৎকালীন কাঁথি পৌরবোর্ডের হিসেবে কয়েক কোটি টাকার দুর্নীতি ধরা পড়েছে ৷ শহরের বাসিন্দা পল্লব দত্তের অভিযোগের ভিত্তিতে সোমবার পৌরসভার প্রাক্তন এক্সিকিউটিভ অফিসার সমীর দে এবং বর্তমান অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিলীপ চৌহানের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির 409, 477/এ ও 120/ বি ধারায় অভিযোগ দায়ের হয়েছে ৷