হলদিয়া, 10 ডিসেম্বর :মাত্র পাঁচ মাস আগে দেখা হয়েছিল প্রয়াত সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের (CDS Bipin Rawat) সঙ্গে । তিনি নিজের হাতে শংসাপত্র তুলে দিয়েছিলেন হলদিয়ার গবেষক অনির্বাণ দাসকে ৷ তবে এখনও সম্পূর্ণ স্বীকৃতি পায়নি গবেষক অনির্বাণ দাসের (Researcher Anirban Das) আবিষ্কার অবাক জুতো 'কেয়ার ফ্রি শোল' (Care Free Shole) ।
রোবটিক্সের সেন্সর টেকনোলজি সমৃদ্ধ একটি জুতো, যা সিয়াচেনের মাইনাস 57 ডিগ্রিতেও পায়ে আরাম দেয় । প্রবল শৈত্যেও অভিনব প্রযুক্তিতে তৈরি এই জুতো থেকে উৎপন্ন কম্পন এবং তাপশক্তি সহায়তা করবে শরীরের রক্ত সঞ্চালনে । হলদিয়ার তরুণ গবেষক অনির্বাণ দাসের এই উদ্ভাবনীকে ইতিমধ্যে স্বীকৃতি দিয়েছে 'ইনস্টিটিউশন অব ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার্স সংস্থা' ।