কলকাতা, 28 নভেম্বর: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ঘনিষ্ঠ শ্যামল আদককে আগামিকাল, মঙ্গলবার দুপুর 2 টোয় হাজির হতে হবে পূর্ব মেদিনীপুরের হলদিয়ার (Haldia) ভবানীপুর থানায় । সেখানে তাঁকে ব্যবসায়ীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা লোপাটের মামলায় জিজ্ঞাসাবাদ করবে পুলিশ । সোমবার এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থা ।
একই সঙ্গে আদালতের নির্দেশ, তাঁকে গ্রেফতার করতে পারবে না পুলিশ । তবে যদি তিনি সহযোগিতা না করেন, তা রাজ্য আদালতে এসে জানালে, তাঁর রক্ষাকবচ তুলে নেওয়া হবে । আদালতের স্পষ্ট বক্তব্য, আদালত কোনও দুর্নীতি হলে ছেড়ে কথা বলবে না ।
অন্যদিকে এই মামলা করার এক্তিয়ার শ্যামল আদকের আছে কি না, সেই নিয়ে প্রশ্ন উঠেছে ৷ সেই প্রশ্নের উত্তর পাওয়ার পর পরবর্তী শুনানি হবে বলে আদালত জানিয়েছে । এই নিয়ে তিন সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা দিতে হবে বলেও আদালতের নির্দেশ ।
এখানে উল্লেখ করা প্রয়োজন, শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বিজেপি (BJP) কর্মকর্তা তথা হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদকের বিরুদ্ধে অভিযোগ, হলদিয়া পৌরসভায় (Haldia Municipality) চেয়ারম্যান থাকাকালীন তিনি কোটি কোটি টাকার টেন্ডার দুর্নীতি করেছেন ৷ এছাড়াও তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে ৷
হলদিয়ার এসডিপিও রাহুল পান্ডে জানিয়েছেন, শ্যামল আদক (Shyamal Adak) হলদিয়া পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন কোটি কোটি টাকার টেন্ডার দুর্নীতি হয়েছে । তাঁরা হলদিয়া পৌরসভার একাধিক নথি সংগ্রহ করেছেন । জাল নথি ব্যবহার করে বিভিন্ন নিয়োগে স্বজনপোষণ করা হয়েছে।
এই ঘটনায় পূর্ব মেদিনীপুরের ভবানীপুর থানার পুলিশ তদন্ত করছে । শ্যামল আদককে একাধিকবার জিজ্ঞাসাবাদের সমন পাঠালেও তিনি দেখা করেননি বলে অভিযোগ । উলটে তিনি পুলিশের হাত থেকে বাঁচতে হাইকোর্টের দ্বারস্থ হন ৷ সোমবার আদালতে সেই মামলার শুনানি হয় ৷ যেখানে বিচারপতি শ্যামল আদককে আগামিকালই পুলিশের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছেন ।
আরও পড়ুন:শুভেন্দু ঘনিষ্ঠ শ্যামল আদকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু