পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঘুমের ঘোরে চালক, বাস উলটে আহত 20

পাঁশকুড়ায় 6 নম্বর জাতীয় সড়কের পাশে খাদে পড়ল বাস । আহত 20 ।

ছবি
ছবি

By

Published : Jan 20, 2020, 10:02 AM IST

Updated : Jan 20, 2020, 10:09 AM IST

পাঁশকুড়া, 20 জানুয়ারি : ভোররাতে চোখ লেগে এসেছিল চালকের। যার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস । দুর্ঘটনাটি ঘটে পাঁশকুড়ার কোলিশ্বর বাসস্ট্যান্ড সংলগ্ন 6 নম্বর জাতীয় সড়কে ৷ 20 জন আহত হয়েছেন । এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক । তাদের তমলুক জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে ।

চলছে উদ্ধারকাজ

আজ ভোর চারটে নাগাদ রাঁচি থেকে কলকাতা যাচ্ছিল একটি ভলভো বাস । বাসে প্রায় 70-80 জন যাত্রী ছিলেন । ভোরের দিকে চোখ লেগে আসে চালকের । পাঁশকুড়ার কোলিশ্বর বাসস্ট্যান্ডের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের থাকা উলটে যায় । স্থানীয়রা জানালা ভেঙে যাত্রীদের উদ্ধার করে । খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ । আহতদের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয় । তাঁদের মধ্যে গুরুতর আহত 3 যাত্রীকে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।

ভিডিয়োয় যাত্রী বিকাশ পান্ডের বক্তব্য শুনুন

বিকাশ পান্ডে নামে এক যাত্রী জানান, বাসের মধ্যে ঘুমিয়েছিলাম । হঠাৎই একটা ঝটকা অনুভব করি । উঠে দেখি বাসটি খাদের মধ্যে পড়ে রয়েছে । পরে সবাই মিলে আহতদের উদ্ধার করি । সেই সময় বাসের ড্রাইভার ও কন্ডাক্টর পালিয়ে গেছিল । চালক ঘুমিয়ে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ।

Last Updated : Jan 20, 2020, 10:09 AM IST

ABOUT THE AUTHOR

...view details