পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল বাস, আহত 20 - bus accident

নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল বাস। আহত 20 জনের বেশি। তাদের এগরা সুপার স্পেশালিটি হাসপাতাল ও কাঁথি মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে।

দুর্ঘটনাস্থানের ছবি

By

Published : Apr 12, 2019, 1:58 PM IST

Updated : Apr 12, 2019, 3:38 PM IST

কাঁথি, 12 এপ্রিল : নিয়ন্ত্রণ হারিয়ে পাকরাঘাটের কাছে উলটে গেল বাস। আজ সকালে কাঁথি-এগরা রাজ্য সড়কে দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় আহত 20 জনের বেশি।

স্থানীয়রা বলেন, আজ সকালে মেদিনীপুর রুটের যাত্রীবাহী বাসটি কাঁথি থেকে মেদিনীপুরের দিকে বেপরোয়া গতিতে যাচ্ছিল। উলটো দিক থেকে একটি গাড়ি কাঁথির দিকে আসছিল। উলটো দিক থেকে আসা গাড়িকে সাইড দিতে গিয়ে পাকরাঘাটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। বাসটি রাস্তার পাশেই উলটে যায়। গাড়িটি ডোবার দিকে গড়িয়ে যায়। দুর্ঘটনায় আহত হয়েছেন 20 জনের বেশি যাত্রী। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতাল ও কাঁথি মহকুমা হাসপাতালে ভরতি করেন।

দেখুন দুর্ঘটনাস্থানের ছবি

বাসের এক যাত্রী মনোমিতা পাহাড়ি বলেন, "কাঁথি থেকে বাসটি খুব খারাপভাবে চালাচ্ছিল । আমি সামনের দিকে বসছিলাম। সামনের দিক থেকে আসা গাড়িকে সাইড দিতে গিয়ে দুর্ঘটনা ঘটে। রাস্তাতেই বাসটা উলটে যায়। গাড়িটা জলে পড়ে যায়।"

Last Updated : Apr 12, 2019, 3:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details