পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দিঘায় বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ, আশঙ্কাজনক একাধিক - accident

আজ সকালে দিঘা থেকে একটি বাস হাওড়ার দিকে যাচ্ছিল । উলটো দিক থেকে একটি পাথর বোঝাই লরি দিঘার দিকে আসছিল । সেইসময় দিঘা-নন্দকুমার 116বি জাতীয় সড়ক চণ্ডীপুর থানার গড়গ্রাম রাসিকাচক এলাকায় বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ হয় ।

Accident
দিঘায় বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ

By

Published : Feb 3, 2021, 10:08 AM IST

Updated : Feb 3, 2021, 10:20 AM IST

দিঘা, 3 ফেব্রুয়ারি : দিঘায় বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ । ঘটনায় আহত একাধিক । তাঁদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক । আজ সকালে পূর্ব মেদিনীপুর জেলার দিঘা-নন্দকুমার 116বি জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে ।

আজ সকালে দিঘা থেকে একটি বাস হাওড়ার দিকে যাচ্ছিল । উলটো দিক থেকে একটি পাথর বোঝাই লরি দিঘার দিকে আসছিল । সেইসময় দিঘা-নন্দকুমার 116বি জাতীয় সড়কে চণ্ডীপুর থানার গড়গ্রাম রাসিকাচক এলাকায় বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ হয় । বাসে প্রায় 45 জন যাত্রী ছিলেন । ঘটনায় একাধিক যাত্রী আহত হয়েছেন । আশঙ্কাজনক অবস্থায় তাঁদের তমলুক জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে । তাঁদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক ।

আরও পড়ুন, "পাশে আছি", রিহানার পর বিক্ষোভকারী কৃষকদের সমর্থনে টুইট থুনবার্গের

ঘটনায় দিঘা-নন্দকুমার 116বি জাতীয় সড়ক বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে । পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

Last Updated : Feb 3, 2021, 10:20 AM IST

ABOUT THE AUTHOR

...view details