কাঁথি, 5 জানুয়ারি : আগুনে পুড়ে বৃদ্ধার রহস্য-মৃত্যু । পূর্ব মেদিনীপুরের কাঁথি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের প্রফেসার কলোনির বাসিন্দা ছিলেন ওই বৃদ্ধা । মৃত পীযূষ কণা গিরি (80) কাঁথি ব্রাহ্ম বালিকা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা ছিলেন ।
গতকাল রাতে তার সহায়িকা তাঁকে খাইয়ে বাড়ি চলে যায় । আজ সকালে এসে পীযূষ কণা দেবীর দগ্ধদেহ দেখতে পায় । তার চিৎকারে প্রতিবেশীরা এসে কাঁথি থানায় খবর দেন । কাঁথি থানার পুলিশ প্রাক্তন শিক্ষিকার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথির মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ।