পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভুপতিনগরে তৃণমূল কার্যালয়ের ছাদ থেকে উদ্ধার তাজা বোমা - Bhupatinagar at east medinipur

গ্রামবাসীদের একাংশের অভিযোগ, এলাকায় উত্তেজনা তৈরির উদ্দেশ্যে বোমা মজুত করেছিল কয়েকজন তৃণমূল কর্মী ৷

তাজা বোমা
তাজা বোমা

By

Published : Jan 1, 2021, 4:27 PM IST

ভুপতিনগর (পূর্ব মেদিনীপুর), 1 জানুয়ারি : তৃণমূল কার্যালয় থেকে উদ্ধার তাজা বোমা ৷ পূর্ব মেদিনীপুরের ভুপতিনগর থানার অর্জুননগরে তৃণমূলের একটি কার্যালয় থেকে আজ সকালে ওই বোমা উদ্ধার হয়েছে । কার্যালয়ের ছাদের উপর জলের ট্যাঙ্কের পাশে বোমাটি প্রথম দেখতে পান স্থানীয় বাসিন্দারা ৷

গ্রামবাসীদের একাংশের অভিযোগ, এলাকায় উত্তেজনা তৈরির উদ্দেশ্যে বোমা মজুত করেছিল কয়েকজন তৃণমূল কর্মী ৷ সেই অভিযোগে আজ সকালে ছয়জন তৃণমূল কর্মীকে ঘোরাও করে গ্রামবাসীরা ৷ খবর দেওয়া হয় ভুুপতিনগর থানায় ৷ যদিও, পুলিশ সময়ে আসেনি বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের ৷

আরও পড়ুন : ফরাক্কা ব্যারেজ সংলগ্ন জাতীয় সড়ক থেকে উদ্ধার তাজা বোমা

অপরদিকে, বোমা উদ্ধারের খবর সামনে আসতেই সুর চড়িয়েছে বিজেপি ৷ কর্মীদের মারধর, বাড়িতে হামলার জন্য তৃণমূল কংগ্রেসকেই দায়ি করেছে বিজেপি ৷ স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা ওই এলাকার বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুর হামলা চালিয়েছে ৷ বহিরাগতদের দিয়ে বিজেপি কর্মীদের বাড়িতে চড়াও হয়ে তাঁদের মারধর করা হয়েছে ৷ পাশাপাশি এলাকায় কয়েকদিন ধরেই বোমাবাজি করছে তৃণমূল ৷ যদিও সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷

ABOUT THE AUTHOR

...view details