পটাশপুর, 5 জানুয়ারি : এলাকা দখল কেন্দ্র করে বোমাবাজি । উদ্ধার হয়েছে তাজা বোমা । ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু'নম্বর ব্লকের সাউথখন্ড গ্রামের ।
এলাকা দখলকে কেন্দ্র করে বোমাবাজি, উদ্ধার তাজা বোমা - purba medinipur bomb recover
গতকাল রাত থেকে পটাশপুরে এলাকা দখলকে কেন্দ্র করে চলে বোমাবাজি । আজ সকালে পুলিশ তাজা বোমা উদ্ধার করে নিয়ে যায় ।
অভিযোগ ,গতকাল রাত থেকে এলাকায় বোমাবাজি শুরু হয়েছে । অভিযোগ তীর শাসকদলের বিরুদ্ধে । যদিও, অস্বীকার করেছে তারা । ঘটনার বিষয়ে বিজেপি নেতা দেবব্রত শাসমল বলেন, "এলাকায় ক্ষমতা টিকিয়ে রাখতে শাসক দলের লোকেরা গতকাল রাত থেকে বিজেপির কর্মী সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোমা বাজি শুরু করেছে ।"
অভিযোগ অস্বীকার করে জেলা তৃণমূলের যুব সভাপতি সুপ্রকাশ গিরি বলেন, "এই ধরনের ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনও ভাবে যুক্ত নয়। বিজেপির লোকেরা বাইরে থেকে লোক নিয়ে এসে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে। কিছুদিন আগে ভারতী ঘোষ ওই এলাকায় ফিরে যাবার পর আমাদের বহু পার্টি অফিস ভাঙচুর করে এবং দখল করে। আমাদের জেলায় কয়েকদিন আগে বিজেপিতে যিনি যোগদান করেছেন ওনার মদতে এইসব ঘটনা ঘটছে ।"