বাড়িতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ ভূপতিনগর, 2 জানুয়ারি: বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ ৷ দুর্ঘটনায় আহত হয়েছেন একজন ৷ ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানা এলাকার নন্দের বাজার সংলগ্ন রামচক গ্রামে ৷ পুলিশ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে । আহতের নাম বিমল বাড়ুই ৷ তিনি বিজেপির সক্রিয় কর্মী বলে স্থানীয় সূত্রে খবর ৷
অভিযোগ, গতকাল বিকেলে বিমলের বাড়িতে বোমা বাধার কাজ চলছিল । সেসময় দুর্ঘটনাবশত বিস্ফোরণ ঘটে । বোমা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা । শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান ৷ তবে বিস্ফোরণের পরে আহতদের তাঁরা দেখতে পাননি বলে জানিয়েছেন । এলাকাবাসীদের দাবি, পরে তাঁরা জানতে পারেন আহতদের তমলুকের কোনও বেসরকারি হাসপাতাল কিংবা নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে। এই বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে । বিমলের বাড়িতে বর্তমানে কোনও সদস্যের দেখা মিলছে না । তবে একজনকে পুলিশ গ্রেফতার করেছে । এর পাশাপাশি তদন্ত শুরু করেছে পুলিশ ।
স্থানীয় বাসিন্দা গৌরহরি জানা বলেন, "গতকাল বোমা বাঁধার কাজ চলছিল । সেই সময় বিকট শব্দ হয় । তাতে বেশ কয়েকজন আহত হয়েছে এবং তাঁদেরকে উদ্ধার করে তমলুকের একটি নার্সিংহোমে ভরতি করা হয়েছে । সোমবার পুলিশ এসে তদন্ত করে বেশ কিছু বোমা বাধার সরঞ্জাম উদ্ধার করেছে ।" যদিও এই বিষয়ে বিজেপির এখন পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।
তবে কাঁথি সাংগঠনিক তৃণমূলের জেলা সভাপতি পীযূষ পণ্ডা বলেন, "বিজেপি সন্ত্রাসের রাজনীতি করে। গতকাল ভূপতিনগর থানার রামচক এলাকায় বোমা বাঁধতে গিয়ে তিন জন আহত হয়েছেন । আমরা পুলিশকে জানিয়েছি । পুলিশ যথাযথ ব্যবস্থা নিয়েছে । আমরা শান্তির পরিবেশ তৈরি করতে চাইছি ৷ গণতান্ত্রিকভাবে যে যাকে চাইবে তাকে ভোট দেবেন, সেই ব্যবস্থা যখন তৃণমূল কংগ্রেস করছে । বিজেপি নতুন করে সন্ত্রাস সৃষ্টি করে জেলা দখল করতে চাইছে । তার ফল গতকাল দেখতে পাওয়া গেল । বিজেপি সন্ত্রাস দেখিয়ে মানুষকে ভয় দেখানো যেতে চাইছে । এটাতে বিজেপি সফল হবে না ৷"
আরও পড়ুন:
- আবারও বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ! বোমার আঘাতে হাতের আঙুল উড়ল নাবালকের
- 11টি কৌটো বোমা উদ্ধারকে কেন্দ্র করে ভাটপাড়ায় ফের চাঞ্চল্য
- পানিহাটিতে মজুত বোমা বিস্ফোরণে হাত উড়ল যুবকের, তীব্রতায় ক্ষতি পাশের বাড়িতেও