কাঁথি, 2 নভেম্বর: উপনির্বাচনের গণনা যখন মাঝপথে, কাঁথিতে তখন ধুন্ধুমার কাণ্ড । বচসা, হাতাহাতি থেকে বোমাবাজি পর্যন্ত গড়াল ঘটনাক্রম । তাতে পরস্পরের দিকে অভিযোগের আঙুল তুলল তৃণমূল এবং বিজেপি ।
মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের কাঁথি থানার দেশপ্রাণ ব্লকে ৷ সেখানে পেটুয়াঘাট মৎস্য বন্দরের শ্রমিক ইউনিয়নের কালীপুজোর অনুমোদন ঘিরে ঝামেলা বাধে তৃণমূল এবং বিজেপি-র মধ্যে । তা নিয়ে প্রথমে বচসা এবং পরে হাতাহাতি বেধে যায় দু’পক্ষের মধ্যে ৷ পরস্পরকে লক্ষ্য করে ইটবৃষ্টিও চলে ৷
সেই নিয়ে ধুন্ধুমার শুরু হলে, প্রতিবাদে রাস্তায় নামেন তৃণমূলের লোকজন ৷ তখনই তাঁদের উপর বোমা এসে পড়ে বলে অভিযোগ ৷ বোমার আঘাতে বেশ কয়েক জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷
বিজেপি-র লোকজনই বোমা ছুড়েছে বলে দাবি তৃণমূলের ৷ সেখানে দলের আহ্বায়ক সদস্য রাজকুমার শিট বলেন, ‘‘ইউনিয়নের কালীপুজো জোর করে ছিনিয়ে নেওয়া হয়েছে । তাই তৃণমূলের ব্যানার নিয়ে ডেপুটেশন দিতে যাই আমরা । তখনই অশালীন ভাষায় আমাদের উপর চড়া হয় বিজেপি-র দুষ্কৃতীরা । হাতাহাতি শুরু হয় । ছোড়া হয় বোমাও ।’’ বিজেপি যদিও অভিযোগ অস্বীকার করেছে ৷ গোটাটাই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি তাদের ৷