রামনগর, 30 জুলাই: রামনগরে বাড়ির অদূরে আম গাছ থেকে উদ্ধার হল BJP বুথ সভাপতির দেহ । পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা এলাকার কাচুড়ি গ্রামের অর্জুনী (41 নম্বর) বুথ এলাকার ঘটনা ।
মৃতের নাম পূর্ণচন্দ্র দাস(44) ৷ দু'বছর আগে অর্জুনী বুথের সভাপতির দায়িত্ব দেওয়া হয় তাঁকে । অভিযোগ, BJP করায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাঁকে প্রাণে মারার হুমকি দিত । এমনকী তাঁর বাড়িতে ঢোকার মূল রাস্তাটিও বন্ধ করে দেওয়া হয় ৷ বারবার হুমকি পাওয়ার পর বুধবার গ্রামের তৃণমূল নেতা প্রিয়তোষ মাইতির কাছে গিয়ে সরাসরি অভিযোগ করেন তিনি । যার পর প্রিয়তোষবাবু আর এক তৃণমূল নেতা বাদল দাসকে ডেকে পাঠাম । এরপরই তাঁকে মারধরের অভিযোগ ওঠে বাদল দাস ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে । পূর্ণবাবুর পরিবারের বক্তব্য, বুধবার বিকেলে তৃণমূলের গ্রাম সদস্য প্রিয়তোষ মাইতির বাড়িতে জমি সংক্রান্ত একটি সালিশি সভা ছিল । তার আগে দুপুরে পূর্ণচন্দ্রবাবুকে ডেকে পাঠানো হয় ৷ এরপর বিকেলের দিকে বাড়ির অদূরে রাস্তার ধারে আম গাছে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান এলাকার কয়েকজন ।