পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP worker murder : পুকুর পাড়ে উদ্ধার বিজেপি কর্মীর মৃতদেহ - বিজেপির সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন তপনবাবু

এলাকায় বিজেপির সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন তপনবাবু ৷ পাশাপাশি বিজেপি বুথ কমিটির সদস্যও ছিলেন । তাঁর মৃতদেহ পুকুর পাড়ে পড়ে থাকতে দেখে গ্রামবাসীরাই খবর দেন থানায় ৷ পুলিশ মৃতদেহটির ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ।

উদ্ধার বিজেপি কর্মীর মৃতদেহ
উদ্ধার বিজেপি কর্মীর মৃতদেহ

By

Published : Aug 3, 2021, 3:50 PM IST

এগরা, 3 অগস্ট : বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুরের এগরায় ৷ বিজেপির অভিযোগ তাঁদের ওই কর্মীকে খুন করেছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা ৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷

পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম তপন খাটুয়া (45) ৷ বাড়ি, এগরা থানার কসবা গ্রাম পঞ্চায়েত হরিচক গ্রামে । মঙ্গলবার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে একটি পুকুর পাড়ে তাঁর মৃতদেহ উদ্ধার হয় ৷ সোমবার রাত থেকেই নিখোঁজ ছিলেন তপনবাবু ৷ মঙ্গলবার পুকুর পাড়ে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা ৷

এলাকায় বিজেপির সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন তপনবাবু ৷ পাশাপাশি বিজেপি বুথ কমিটির সদস্যও ছিলেন । তাঁর মৃতদেহ পুকুর পাড়ে পড়ে থাকতে দেখে গ্রামবাসীরাই খবর দেন থানায় ৷ পুলিশ মৃতদেহটির ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ।

আরও পড়ুন : জলপাইগুড়িতে যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

কসবা গ্রাম পঞ্চায়েত ভারপ্রাপ্ত প্রধান হরিপদ দাস বলেন, "তপন খাটুয়া আমার এলাকায় সাধারণ মানুষ ছিলেন । কোনও রাজনৈতিক দলের সদস্য ছিলেন বলে আমার জানা নেই । তবে যা জানতে পারছি, এলাকায় বেশ কিছু জনের কাছে ঋণ নিয়েছিলেন । সেই নিয়ে পারিবারিক অশান্তি চলছিল । তার জেরে এই ঘটনাও ঘটতে পারে ।’’

ABOUT THE AUTHOR

...view details