এগরা, 3 অগস্ট : বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুরের এগরায় ৷ বিজেপির অভিযোগ তাঁদের ওই কর্মীকে খুন করেছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা ৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷
পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম তপন খাটুয়া (45) ৷ বাড়ি, এগরা থানার কসবা গ্রাম পঞ্চায়েত হরিচক গ্রামে । মঙ্গলবার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে একটি পুকুর পাড়ে তাঁর মৃতদেহ উদ্ধার হয় ৷ সোমবার রাত থেকেই নিখোঁজ ছিলেন তপনবাবু ৷ মঙ্গলবার পুকুর পাড়ে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা ৷
এলাকায় বিজেপির সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন তপনবাবু ৷ পাশাপাশি বিজেপি বুথ কমিটির সদস্যও ছিলেন । তাঁর মৃতদেহ পুকুর পাড়ে পড়ে থাকতে দেখে গ্রামবাসীরাই খবর দেন থানায় ৷ পুলিশ মৃতদেহটির ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ।