পূর্ব মেদিনীপুর, 8 মে : প্যাণ্ডেল বাঁধা হয়ে গিয়েছে বাড়িতে ৷ রাত পোহালেই বিয়ে ৷ প্রস্তুত হয়ে গিয়েছিল সব ৷ নাবালিকার অমতেই সবটা হচ্ছিল ৷ খবর পেতেই শনিবার পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছন বিডিও ৷ পরিবারকে বুঝিয়ে আটকালেন বিয়ে (Minor Girl Marriage Stopped at Nandakumar) ৷
ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকে ৷ জোর করে 16 বছরের মেয়ের বিয়ে দিচ্ছিলেন বাবা ৷ পাশের গ্রামের এক যুবকের সঙ্গে বিয়ে ঠিক হয় নাবালিকার ৷ রবিবার ছিল বিয়ের অনুষ্ঠান ৷ তার আগে শনিবারই সূত্র মারফত খবর পেয়ে নন্দকুমার ব্লকের বিডিও সানু বক্সি ও নন্দকুমার থানার পুলিশ আধিকারিক মনোজ ঝাঁ ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করেন । কোনওমতেই যাতে 18 বছরের আগে মেয়ের বিয়ে না দেন তার জন্য নাবালিকার পরিবারের থেকে মুচলেকাও নেওয়া হয় ৷