পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূল নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার 6 BJP কর্মী - tamluk

তৃণমূল নেতা শেখ সইদুল এলাকায় ইন্দিরা আবাস যোজনার বাড়ি তৈরির জন্য কাটমানি নিয়েছিলেন বলে অভিযোগ এলাকাবাসীদের ৷ সেই কাটমানি ফেরতের দাবিতে রবিবার রাতে তাঁর বাড়িতে জড়ো হন এলাকাবাসীরা ৷ কাটমানি ফেরতের দাবিতে তমলুকের তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর করা হয় ৷ অভিযোগের ভিত্তিতে গতরাতে ছ'জন BJP কর্মীকে গ্রেপ্তার করে তমলুক থানার পুলিশ ৷

পথ অবরোধ

By

Published : Oct 2, 2019, 7:48 PM IST

Updated : Oct 2, 2019, 8:40 PM IST

তমলুক, 2 অক্টোবর : কাটমানি ফেরতের দাবিতে তমলুকের তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর করার অভিযোগ ৷ অভিযোগের ভিত্তিতে গতরাতে ছ'জন BJP কর্মীকে গ্রেপ্তার করে তমলুক থানার পুলিশ ৷ তারই প্রতিবাদে দলীয় কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে মেচেদা হলদিয়া রাজ্য সড়কের কাকটিয়া বাজারে পথ অবরোধ করেন BJP কর্মীরা ৷ ঘণ্টাদুয়েক পর পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷

তৃণমূল নেতা শেখ সইদুল এলাকায় ইন্দিরা আবাস যোজনার বাড়ি তৈরির জন্য কাটমানি নিয়েছিলেন বলে অভিযোগ এলাকাবাসীদের ৷ সেই কাটমানি ফেরতের দাবিতে রবিবার রাতে তাঁর বাড়িতে জড়ো হন এলাকাবাসীরা ৷ অভিযোগ, সে সময় সইদুল স্থানীয়দের মারধর করতে চেষ্টা করেন ৷ তারপরই উত্তেজিত বাসিন্দারা তাঁর বাড়ি ভাঙচুর করে ৷ রাতেই সইদুল তমলুক থানায় অভিযোগ করেন ৷ তিনি জানান, দলে যোগ না দেওয়ায় BJP কর্মীরা তাঁর বাড়িতে ভাঙচুর চালিয়েছে ৷

ঘটনার তদন্তে নেমে পুলিশ গত রাতে এলাকা থেকে 6 জন BJP কর্মীকে গ্রেপ্তার করে ৷ আজ তাদের তমলুক আদালতে তোলা হয় ৷ ঘটনার পর থেকেই বাড়ি থেকে পলাতক সইদুল ৷ অন্যদিকে, দলীয় কর্মীদের গ্রেপ্তারের পর থেকেই ক্ষুব্ধ BJP কর্মীরা ৷ দলীয় কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে আজ বেলা 11 টা নাগাদ রাজ্য সড়ক অবরোধ করেন তাঁরা ৷

শহিদ মাতঙ্গিনী মণ্ডলের সম্পাদক সহদেব সামন্ত বলেন, "বিষয়টি কোনও তৃণমূল, BJP দলের নয় ৷ বিভিন্ন সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার নামে স্থানীয়দের থেকে টাকা তুলেছিল তৃণমূল নেতা ৷ সেই টাকা ফেরতের দাবিতে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ আন্দোলন করেছিল ৷ অথচ পুলিশ আমাদের কর্মীদের গ্রেপ্তার করেছে ৷ কয়েকমাস আগে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সভায় প্রায় 250 জন এই এলাকা থেকে BJP-তে যোগ দেয় ৷ আমরা চাই পুলিশ অবিলম্বে দলীয় কর্মীদের নিঃশর্তে মুক্তি দিক ৷"

দেখুন ভিডিয়ো

পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য তথা শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকর জানা বলেন, "আমাদের সরকারের আমলে সরকারি সুবিধা পাওয়ার জন্য কাউকে কোনও টাকা দিতে হয় না ৷ যদি সইদুল কারও থেকে কোনও টাকা নিয়ে থাকে, তাহলে তারা থানায় অভিযোগ জানাবে ৷ পুলিশ তা তদন্ত করে দেখবে ৷ এক্ষেত্রে কেউই টাকা ফেরতের জন্য কোথাও কোনও অভিযোগ জানায়নি ৷ তাহলে বাড়ি গিয়ে ভাঙচুর চালাল কেন ? এখানে এসব করে কিছু হবে না ৷ আইন আইনের পথে চলবে ৷"

OC কৃষ্ণেন্দু প্রধান জানান, অভিযোগের ভিত্তিতে গতরাতে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছিল ৷ তাদের আজ দুপুরে তমলুক আদালতে তোলা হলে বিচারক 16 অক্টোবর পর্যন্ত জেল হেপাজতের নির্দেশ দেন ৷

Last Updated : Oct 2, 2019, 8:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details