তমলুক, 2 অক্টোবর : কাটমানি ফেরতের দাবিতে তমলুকের তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর করার অভিযোগ ৷ অভিযোগের ভিত্তিতে গতরাতে ছ'জন BJP কর্মীকে গ্রেপ্তার করে তমলুক থানার পুলিশ ৷ তারই প্রতিবাদে দলীয় কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে মেচেদা হলদিয়া রাজ্য সড়কের কাকটিয়া বাজারে পথ অবরোধ করেন BJP কর্মীরা ৷ ঘণ্টাদুয়েক পর পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷
তৃণমূল নেতা শেখ সইদুল এলাকায় ইন্দিরা আবাস যোজনার বাড়ি তৈরির জন্য কাটমানি নিয়েছিলেন বলে অভিযোগ এলাকাবাসীদের ৷ সেই কাটমানি ফেরতের দাবিতে রবিবার রাতে তাঁর বাড়িতে জড়ো হন এলাকাবাসীরা ৷ অভিযোগ, সে সময় সইদুল স্থানীয়দের মারধর করতে চেষ্টা করেন ৷ তারপরই উত্তেজিত বাসিন্দারা তাঁর বাড়ি ভাঙচুর করে ৷ রাতেই সইদুল তমলুক থানায় অভিযোগ করেন ৷ তিনি জানান, দলে যোগ না দেওয়ায় BJP কর্মীরা তাঁর বাড়িতে ভাঙচুর চালিয়েছে ৷
ঘটনার তদন্তে নেমে পুলিশ গত রাতে এলাকা থেকে 6 জন BJP কর্মীকে গ্রেপ্তার করে ৷ আজ তাদের তমলুক আদালতে তোলা হয় ৷ ঘটনার পর থেকেই বাড়ি থেকে পলাতক সইদুল ৷ অন্যদিকে, দলীয় কর্মীদের গ্রেপ্তারের পর থেকেই ক্ষুব্ধ BJP কর্মীরা ৷ দলীয় কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে আজ বেলা 11 টা নাগাদ রাজ্য সড়ক অবরোধ করেন তাঁরা ৷