কোলাঘাট, 9 জুন : 'জয় শ্রীরাম' ধ্বনি দেওয়ার অপরাধে BJP কর্মী ও তাঁর পরিবারের লোকজনকে মারধর করা হল । এই ঘটনায় অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । কোলাঘাট থানার ছাতিন্দা গ্রামের ঘটনা । ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে গতরাতে কোলাঘাট বিট হাউস থানায় বিক্ষোভ দেখায় BJP কর্মীরা ।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কয়েকজন BJP কর্মী রূপনারায়ণ নদীর পাড়ে বসে মুখ্যমন্ত্রীর মেজাজ হারানোর ভিডিয়ো দেখছিলেন । সেইসময় তাঁরা 'জয় শ্রীরাম' ধ্বনিও দিচ্ছিলেন । সেইসময় কিছু দূরেই বসে থাকা তৃণমূলকর্মীরা বিষয়টি লক্ষ্য করে । এরপরই রাতের অন্ধকারে তৃণমূলকর্মীরা লাঠি নিয়ে ওই BJP কর্মীদের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ । ঘটনায় জখম হয় সুপ্রিয় পাঁজা ও অজিত ভৌমিক নামে দু'ই BJP কর্মী । এরপর গতকাল দুপুরে এলাকায় তৃণমূলকর্মী বলে পরিচিত শেখ নওয়াজ় (বাবলু) সুপ্রিয় পাঁজাকে ফোন করে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ । এর কিছুক্ষণ পর সুপ্রিয়র বাড়িতে রড, ধারালো অস্ত্র ও বাঁশ নিয়ে চড়াও হয় শেখ নওয়াজ সহ কয়েকজন তৃণমূলকর্মী । ঘটনাস্থানেই সুপ্রিয়কে লোহার রড, বাঁশ দিয়ে আঘাত করে । সুপ্রিয়ের মা শ্যামলী পাঁজা ছেলেকে বাঁচাতে গেলে তাঁকেও মারধর করে অভিযুক্তরা । ঘটনায় জখম হয় শ্যামলীদেবী । এরপর সুপ্রিয় ও শ্যামলীদেবীকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয় । প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয় ।