খেজুরি, 9 জুন : নির্বাচনের পর থেকেই দফায় দফায় উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের খেজুরি । এবার খেজুরির চেঙ্গুরদনিয়া এলাকায় এক BJP কর্মীকে মারধরের ঘটনা ঘটল । অভিযোগের তির তৃণমূলের দিকে ।
খেজুরিতে মাথা ফাটল BJP কর্মীর; তৃণমূলের দাবি, 'পারিবারিক গন্ডগোল' - খেজুরি
খেজুরিতে এক BJP কর্মীকে মারধরের ঘটনা ঘটল । প্রতিবাদ জানাতে গেলে তাঁর স্ত্রী-কেও মারধর । অভিযুক্ত তৃণমূল । তৃণমূলের পালটা অভিযোগ পারিবারিক বিবাদের জেরে মারধর করা হয়েছে । ঘটনায় তৃণমূলের কোনও হাত নেই । ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ।
জখম BJP কর্মী ভিকুরাম মণ্ডলের অভিযোগ, তৃণমূলের লোকজন দিনের পর দিন বাড়িতে হুমকি দিচ্ছে । আজ দুপুরে তাঁর বাড়িতে চড়াও হয় 6-7 জন তৃণমূল কর্মী- সমর্থক । লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় । প্রতিবাদ জানাতে গেলে তাঁর স্ত্রী পূর্ণিমা মণ্ডলকেও মারধর করা হয় । ভিকুরাম বলেন, "আমি BJP করি । তাই মারধর করেছে ।" খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় হেঁড়িয়া ফাঁড়ির পুলিশ । গুরুতর জখম অবস্থায় ওই BJP কর্মীকে হেঁড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়েছে ।
তৃণমূল সব অভিযোগ অস্বীকার করেছে । হেঁড়িয়ার তৃণমূল কংগ্রেসের অঞ্চল প্রধান নীলাঞ্জন মাইতি জানান, তাঁরা বদলার রাজনীতি করেন না । তিনি বলেন, "পারিবারিক গন্ডগোল । কারোর মাছ ধরতে গিয়ে হাত কেটে গেলে BJP বলবে এটা আমাদের কর্মী । তৃণমূল আক্রমণ করেছে । তবে যতদূর জানি এটা পারিবারিক গন্ডগোল । " তিনি আরও বলেন, "কোথাও কোনও গন্ডগোল হলেই বলা হচ্ছে, BJP কর্মী ছিলেন তাই তৃণমূল আক্রমণ করেছে । BJP ছিল কোথায় ? আজকে CPI(M)-এর লোকগুলো বামের পতাকা ছেড়ে রামের পতাকা নিয়ে ঘুরছে । ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ।"